নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে এ ঘটনা ঘটে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গভর্নর বের হওয়ার সময় চাকরিচ্যুত কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। তাঁরা স্লোগান দিতে দিতে গাড়ির সামনে বসে পড়েন এবং কয়েকজন নারী আন্দোলনকারী গাড়ির সামনেই শুয়ে পড়েন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা সদস্যরা এবং গভর্নর নিরাপদে স্থান ত্যাগ করেন।
আন্দোলনকারী কর্মীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোনো নোটিশ ছাড়াই তাঁদের জোর করে চাকরিচ্যুত করা হয় বা অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন, যা তাঁদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১২ আগস্ট এক তদন্ত শেষে তাঁদের পুনর্বহালের নির্দেশ দিলেও এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে যাচ্ছে।
বিক্ষোভকারীরা জানান, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২ হাজার ৫৫৩ জন কর্মীকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। সব মিলিয়ে প্রায় ২ হাজার ৬৬৮ জন কর্মী বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছেন।
তাঁরা দ্রুত পুনর্বহাল, ক্ষতিপূরণ ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে গত ফেব্রুয়ারিতেও তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছিলেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে এ ঘটনা ঘটে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গভর্নর বের হওয়ার সময় চাকরিচ্যুত কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। তাঁরা স্লোগান দিতে দিতে গাড়ির সামনে বসে পড়েন এবং কয়েকজন নারী আন্দোলনকারী গাড়ির সামনেই শুয়ে পড়েন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা সদস্যরা এবং গভর্নর নিরাপদে স্থান ত্যাগ করেন।
আন্দোলনকারী কর্মীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোনো নোটিশ ছাড়াই তাঁদের জোর করে চাকরিচ্যুত করা হয় বা অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন, যা তাঁদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১২ আগস্ট এক তদন্ত শেষে তাঁদের পুনর্বহালের নির্দেশ দিলেও এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে যাচ্ছে।
বিক্ষোভকারীরা জানান, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২ হাজার ৫৫৩ জন কর্মীকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। সব মিলিয়ে প্রায় ২ হাজার ৬৬৮ জন কর্মী বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছেন।
তাঁরা দ্রুত পুনর্বহাল, ক্ষতিপূরণ ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে গত ফেব্রুয়ারিতেও তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছিলেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে