কোন মাঠে কেমন হবে বাংলাদেশের কৌশল
২৪ অক্টোবর, হোবার্ট, প্রতিপক্ষ: নেদারল্যান্ডস
মাঠ-উইকেট-কন্ডিশন
ভালো-মন্দ যা-ই বলুন, হোবার্টে এই সময়ে বৃষ্টি হবে। আবহাওয়ার পূর্বাভাসেও ২৪ নভেম্বর বৃষ্টির কথা বলা আছে। বৃষ্টিবাধায় কতটুকু খেলা মাঠে গড়ায় সেটিই দেখার। অস্ট্রেলিয়ার সবচেয়ে দক্ষিণে অবস্থিত এই মাঠে সাধারণত বেশ বাতাস এবং একটু ঠান্ডা থাকে