আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।
এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।
ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।
আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের সেরা চার দলকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূল পর্ব যত ঘনিয়ে আসছে, সাবেক ক্রিকেটারদের বিশেষজ্ঞ মতামত তত বেড়ে যাচ্ছে। দুই দিন আগে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম নিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।
এবার বিশ্বকাপের ফাইনালিস্টের ভবিষ্যদ্বাণী দিলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। নিজের দুই ফাইনালিস্ট হিসেবে যেন গাভাস্কারের কথার প্রতিধ্বনি করেছেন ভারতের সাবেক এই ব্যাটার। তাঁর মতে, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত।
ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন শেবাগ। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেই দিক বিবেচনা করেই ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘এবারের বিশ্বকাপের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন। ফাইনালের অপর দল হচ্ছে ভারত। ভারতের দলে বেশ ভারসাম্য রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে।’
এবারের বিশ্বকাপের ফাইনালে দুই দলের নাম বলেই নিজের বিশেষজ্ঞ মতামত শেষ করেননি শেবাগ। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বলেছেন সাবেক বিধ্বংসী এই ওপেনার। গতকাল ৪৪ বছরে পা দেওয়া এই ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবারে বিশ্বকাপে সব থেকে বেশি রান করবে। সে অসাধারণ একজন। তার খেলা দেখাটা আনন্দের। বিরাট কোহলির ব্যাটিং দেখে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনি প্রশান্তি পাই বাবরের ব্যাটিংয়ে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে পারেন বাবর আজম। আগামীকাল মূল পর্ব শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভনের দেশ ইংল্যান্ড ও আফগানিস্তান।
নেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
৫ ঘণ্টা আগে