চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার বৃষ্টি
স্থানীয় সময় বেলা ১টায় অনুশীলন শেষে অ্যালান বোর্ডার ফিল্ডের নিরাপত্তাকর্মী জানতে চাইলেন, বাংলাদেশ দল কি কালও (আজ) এখানে আসছে? হ্যাঁ-সূচক উত্তর শুনে নিজেই জানালেন, আবহাওয়ার পূর্বাভাস বলছে, কালও (আজ) বৃষ্টি হবে প্রচুর। আজ দুপুরে বাংলাদেশ ঠিকঠাক অনুশীলন করতে পারবে কি না, সেটি নিয়ে তাই সংশয় রয়েছে।