Ajker Patrika

এই জয় স্বস্তির, এই জয় আবেগের: রাজা 

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১০: ৩১
এই জয় স্বস্তির, এই জয় আবেগের: রাজা 

স্বপ্নের মতো একটা বছরই কাটাচ্ছেন সিকান্দার রাজা। যার সর্বশেষটি দেখা গেছে আজ স্কটল্যান্ডের বিপক্ষে। বাঁচা-মরার ম্যাচে ঝোড়ো এক ইনিংসে দলের জয় পথ সুগম করেন রাজা। ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ নিয়ে ৬ চার ম্যাচসেরার পুরস্কার উঠেছে রাজার হাতে। সবগুলো এ বছরই। 

রাজার আলোয় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেছে জিম্বাবুয়ে। বোলিংয়েও ২৩ রানে নেন ১ উইকেট। ৪ ওভারে ডট দিয়েছেন ১০টি। তাঁকে বাউন্ডারি মারতে পারেননি কোনো স্কটিশ ব্যাটার। ব্যাটিংয়ে ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪০ রান। দলের ৫ উইকেটের জয়ে আবেগে ভেসেছেন রাজা। রায়ান বার্ল চার মেরে জয় নিশ্চিতের পরই ড্রেসিংরুমে সেই উচ্ছ্বাস দেখা গেছে। 

ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে রাজা বলেন, ‘ম্যাচটি কঠিন করার কৃতিত্ব স্কটল্যান্ডকে দিতেই হবে। আমরা অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছি, যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। আমরা যেভাবে বোলিং করেছি, এরপর মনে হয়েছে আমাদের একজনকে কাজটা শেষ করতে হবে। এটা ছিল আমার পালা। তবে ক্রেইগ (আরভিন) খুবই ভালো খেলেছে এবং শেষটা দুই তরুণ সম্পূর্ণ করেছে। এই জয় স্বস্তির, একই সঙ্গে আবেগের।’ 

স্কটল্যান্ডের ১৩৩ রান তাড়ায় ৪২ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে আরভিন-রাজার জুটিই মূলত জিম্বাবুয়ের জয় সহজ করে দেয়। ৭৭ রানের জুটিতে রয়েসয়ে খেলেন আরভিন। জুটির সময়ই নিজেদের মধ্যে এমন পরিকল্পনা ছিল বলেন জানান রাজা, ‘আমি ক্রেইগকে বলেছি, তোমার কাজ শেষ পর্যন্ত ব্যাট করা। আমাকে ৮-১০ বল দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করার চেষ্টা করি। এই ম্যাচটা তুমিই আমাদের জন্য জিততে পার। আমি ঝুঁকিগুলো নিয়েছি সেগুলো কাজে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত