আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্ট শুরু হলেই ভারতীয়দের মনে প্রশ্ন জাগে, এবার দল চ্যাম্পিয়ন হবে তো? সমর্থকদের মনে এই প্রশ্ন ওঠার কারণ, বারবার ভারতের আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। ২০১৩ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরের গল্প শুধু হতাশার। সমর্থকদের মনের এমন প্রশ্নের সঙ্গে নিজেদের হতাশা দূর করার জন্য এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে আজ এমনটিই জানিয়েছেন রোহিত। আগামীকাল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতে অধিনায়ক বলেছেন, ‘বলতে চাই না এটি চাপ। তবে আইসিসির টুর্নামেন্টে শীর্ষে আসা নিশ্চিতভাবেই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক যে বৈশ্বিক টুর্নামেন্টে, বিশেষ করে বড় খেলাগুলোয় যা করতে চাই তা করতে পারছি না। বিশ্বাস করি যে আমাদের সামনে এবার ভালো করার সুযোগ এসেছে। এর জন্য আমাদের খেলায় চোখ রাখতে হবে।’
ভারত শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনির নেতৃত্বে। এরপর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি ভারতের। সেদিকটা বিবেচনা করেই এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক রোহিত।
রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এটি একটি চ্যালেঞ্জ। যদি ভুল না করি, ৯ বছর আগে আমরা আইসিসি ট্রফি জিতেছি। এটি আমাদের দলের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এবারের টুর্নামেন্টটি আমাদের পরিবর্তন ও ভালো কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি ভালো কিছু করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের একটি করে ম্যাচ চিন্তা করে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন রোহিত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্ট শুরু হলেই ভারতীয়দের মনে প্রশ্ন জাগে, এবার দল চ্যাম্পিয়ন হবে তো? সমর্থকদের মনে এই প্রশ্ন ওঠার কারণ, বারবার ভারতের আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। ২০১৩ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরের গল্প শুধু হতাশার। সমর্থকদের মনের এমন প্রশ্নের সঙ্গে নিজেদের হতাশা দূর করার জন্য এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে আজ এমনটিই জানিয়েছেন রোহিত। আগামীকাল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতে অধিনায়ক বলেছেন, ‘বলতে চাই না এটি চাপ। তবে আইসিসির টুর্নামেন্টে শীর্ষে আসা নিশ্চিতভাবেই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক যে বৈশ্বিক টুর্নামেন্টে, বিশেষ করে বড় খেলাগুলোয় যা করতে চাই তা করতে পারছি না। বিশ্বাস করি যে আমাদের সামনে এবার ভালো করার সুযোগ এসেছে। এর জন্য আমাদের খেলায় চোখ রাখতে হবে।’
ভারত শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনির নেতৃত্বে। এরপর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি ভারতের। সেদিকটা বিবেচনা করেই এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক রোহিত।
রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এটি একটি চ্যালেঞ্জ। যদি ভুল না করি, ৯ বছর আগে আমরা আইসিসি ট্রফি জিতেছি। এটি আমাদের দলের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এবারের টুর্নামেন্টটি আমাদের পরিবর্তন ও ভালো কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি ভালো কিছু করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের একটি করে ম্যাচ চিন্তা করে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন রোহিত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে