Ajker Patrika

চাই বাংলাদেশ যেন ভালো করে

কাজী সালাহউদ্দিন সভাপতি, বাফুফে
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫: ৪৮
চাই বাংলাদেশ যেন ভালো করে

একসময় আমিও ক্রিকেট খেলেছি। চারবার লিগ চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু এখন আর ক্রিকেট দেখা হয় না। ১২-১৩ বছর আগে ক্রিকেট দেখা বন্ধ করেছি। যখন আজহারউদ্দিন ও হ্যান্সি ক্রোনিয়ে ফিক্সিং করে ধরা পড়ল, আমি ভাবলাম এরা আমাকে এত বড় বোকা বানিয়েছে! তখন থেকেই আমি ক্রিকেট দেখা বন্ধ করে দিলাম।

এটাকে ঘৃণা বলা যাবে না, আমি বলব তাঁরা আমার মতো দর্শকের সঙ্গে প্রতারণা করেছেন। ক্রিকেটের সঙ্গে প্রতারণা করেছেন।

আগে আমি চোখ বন্ধ করে খেলা দেখতাম। অনেক শখ নিয়ে দেখতাম। আমি আর বোকা বনতে চাই না। আমার বাসায় এখন ক্রিকেটের ম্যাচ চলে না।

আমার ছেলে-মেয়েও আসলে খুব বেশি ক্রিকেট ভক্ত নয়। ওদের তেমন টেলিভিশন দেখার অভ্যাস নেই। তবে আমার ছেলে মাঝেমধ্যে ইউরোপিয়ান ফুটবল-লাতিন ফুটবল দেখে। ক্রিকেট দেখে না। মেয়ে তো কিছুই দেখে না। তাই বলে এই না যে আমরা ক্রিকেটের বিপক্ষে। ক্রিকেট-ফুটবল সবই আমার।

আমার পক্ষে সত্যি বলা কঠিন, কোন দল জিতবে। আর বাংলাদেশকে নিয়ে যদি বলতেই হয় তবে বলব, একজন বাংলাদেশি হিসেবে মনে-প্রাণে চাইব বাংলাদেশ যেন বিশ্বকাপে ভালো করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত