‘ট্রফিগুলোর সঙ্গে নিয়ে গেছে ইতিহাসও’
রোদেলা বিকেলে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব কেমন বিষণ্নতার চাদরে মোড়া। ক্লাব প্রাঙ্গণে গতকাল পা রেখে মনে হলো, এ এক বিধ্বস্ত জনপদ! কোনোভাবে রক্ষা পাওয়া কিছু আসবাব ঝেড়ে-মুছে আলাদা করে রাখছেন কর্মকর্তারা। অদূরে আবাহনীর প্রতিষ্ঠা শেখ কামালের ম্যুরাল সাক্ষী হয়ে রয়েছে অগ্নিকাণ্ডের দগদগ ক্ষত নিয়ে। দুর্বৃত্তরা ওখ