Ajker Patrika

হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী, ফকিরেরপুলের প্রথম জয়

আজকের পত্রিকা ডেস্ক­
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। ছবি: সংগৃহীত
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। ছবি: সংগৃহীত

হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।

তবে বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিস এফসি থেকে এক পয়েন্ট নিয়েছে দলটি। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এখন পর্যন্ত রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে।

ব্রাদার্সের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের ম্যাচে অবদান রাখেন নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ৭৯ মিনিটে জীবনের গোলে প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ। এরপর যোগ করা মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ব্রাদার্সের একমাত্র গোলদাতা সেনেগালের মিডফিল্ডার চেইক সেনে। চলমান মৌসুমে লিগে চারটি করে গোল করেছেন সেনে ও জীবন। তাদের চেয়ে এক গোল বেশি দিয়াবাতে ও পুলিশ এফসির আল আমিনের।

এ দিকে লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। আর প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে, অষ্টম স্থানে। মোহামেডান ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। আর ছন্দ হারানো কিংসের অর্জন ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তাদের অবস্থান এখন পাঁচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ