অনলাইন ডেস্ক
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
তবে বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিস এফসি থেকে এক পয়েন্ট নিয়েছে দলটি। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এখন পর্যন্ত রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে।
ব্রাদার্সের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের ম্যাচে অবদান রাখেন নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ৭৯ মিনিটে জীবনের গোলে প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ। এরপর যোগ করা মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ব্রাদার্সের একমাত্র গোলদাতা সেনেগালের মিডফিল্ডার চেইক সেনে। চলমান মৌসুমে লিগে চারটি করে গোল করেছেন সেনে ও জীবন। তাদের চেয়ে এক গোল বেশি দিয়াবাতে ও পুলিশ এফসির আল আমিনের।
এ দিকে লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। আর প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে, অষ্টম স্থানে। মোহামেডান ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। আর ছন্দ হারানো কিংসের অর্জন ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তাদের অবস্থান এখন পাঁচে।
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
তবে বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিস এফসি থেকে এক পয়েন্ট নিয়েছে দলটি। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এখন পর্যন্ত রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে।
ব্রাদার্সের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের ম্যাচে অবদান রাখেন নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ৭৯ মিনিটে জীবনের গোলে প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ। এরপর যোগ করা মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ব্রাদার্সের একমাত্র গোলদাতা সেনেগালের মিডফিল্ডার চেইক সেনে। চলমান মৌসুমে লিগে চারটি করে গোল করেছেন সেনে ও জীবন। তাদের চেয়ে এক গোল বেশি দিয়াবাতে ও পুলিশ এফসির আল আমিনের।
এ দিকে লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। আর প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে, অষ্টম স্থানে। মোহামেডান ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। আর ছন্দ হারানো কিংসের অর্জন ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তাদের অবস্থান এখন পাঁচে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে