Ajker Patrika

হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী, ফকিরেরপুলের প্রথম জয়

অনলাইন ডেস্ক
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। ছবি: সংগৃহীত
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। ছবি: সংগৃহীত

হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।

তবে বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিস এফসি থেকে এক পয়েন্ট নিয়েছে দলটি। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এখন পর্যন্ত রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে।

ব্রাদার্সের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের ম্যাচে অবদান রাখেন নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ৭৯ মিনিটে জীবনের গোলে প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ। এরপর যোগ করা মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ব্রাদার্সের একমাত্র গোলদাতা সেনেগালের মিডফিল্ডার চেইক সেনে। চলমান মৌসুমে লিগে চারটি করে গোল করেছেন সেনে ও জীবন। তাদের চেয়ে এক গোল বেশি দিয়াবাতে ও পুলিশ এফসির আল আমিনের।

এ দিকে লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। আর প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে, অষ্টম স্থানে। মোহামেডান ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। আর ছন্দ হারানো কিংসের অর্জন ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তাদের অবস্থান এখন পাঁচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত