বিপিএল ফুটবল
অনলাইন ডেস্ক
শেখ রাসেল থেকে ঢাকা আবাহনীতে আসার পর এটাই সুমন রেজার প্রথম গোল। আর সেই গোলেই পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল আবাহনী। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে তারা ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন আবাহনী।
বিদেশি খেলোয়াড় ছাড়াই জিতে চলেছে আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনেকটাই অনুপযোগী মাঠেই ওয়ান্ডারার্সের মাঠে খেলতে নামে তারা। প্রথমার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। প্রতিপক্ষ আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন আবাহনীর এক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মারুফুল হকের শিষ্যরা। নিয়মিত আক্রমণ চালিয়ে ওয়ান্ডারার্সকে বেশ চাপে ফেলে দেয় তারা। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজার হেড পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। আর লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল ওয়ান্ডারার্স।
দিনের আরেক ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসি। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে হেরেছিল পুলিশ। আজ ফকিরেরপুলকে দাঁড়াতেই দেয়নি। দলটির হয়ে আল আমিন ছাড়াও একটি করে গোল করেন জয়ন্ত কুমার ও মানিক মোল্লা। আর কিংস অ্যারেনায় হওয়া ফর্টিস আর ব্রাদার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগের প্রথম ম্যাচে হার আর এই ম্যাচ ড্র করায় মাত্র ১ পয়েন্ট জমা করল ফর্টিস।
তালিকার শীর্ষে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর দুইয়ে রহমতগঞ্জ। আবাহনীর সঙ্গে এই দুই দলের পয়েন্ট সমান ছয় হলেও গোল ব্যবধানে এগিয়ে মোহামেডানই। এই মুহূর্তে চারে ব্রাদার্স। তারা দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছে।
শেখ রাসেল থেকে ঢাকা আবাহনীতে আসার পর এটাই সুমন রেজার প্রথম গোল। আর সেই গোলেই পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল আবাহনী। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে তারা ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন আবাহনী।
বিদেশি খেলোয়াড় ছাড়াই জিতে চলেছে আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনেকটাই অনুপযোগী মাঠেই ওয়ান্ডারার্সের মাঠে খেলতে নামে তারা। প্রথমার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। প্রতিপক্ষ আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন আবাহনীর এক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মারুফুল হকের শিষ্যরা। নিয়মিত আক্রমণ চালিয়ে ওয়ান্ডারার্সকে বেশ চাপে ফেলে দেয় তারা। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজার হেড পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। আর লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল ওয়ান্ডারার্স।
দিনের আরেক ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসি। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে হেরেছিল পুলিশ। আজ ফকিরেরপুলকে দাঁড়াতেই দেয়নি। দলটির হয়ে আল আমিন ছাড়াও একটি করে গোল করেন জয়ন্ত কুমার ও মানিক মোল্লা। আর কিংস অ্যারেনায় হওয়া ফর্টিস আর ব্রাদার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগের প্রথম ম্যাচে হার আর এই ম্যাচ ড্র করায় মাত্র ১ পয়েন্ট জমা করল ফর্টিস।
তালিকার শীর্ষে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর দুইয়ে রহমতগঞ্জ। আবাহনীর সঙ্গে এই দুই দলের পয়েন্ট সমান ছয় হলেও গোল ব্যবধানে এগিয়ে মোহামেডানই। এই মুহূর্তে চারে ব্রাদার্স। তারা দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে