Ajker Patrika

মৌসুমের প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচ আজ

আজকের পত্রিকা ডেস্ক­
আবাহনী-মোহামেডান ডার্বি আজ। ছবি: সংগৃহীত
আবাহনী-মোহামেডান ডার্বি আজ। ছবি: সংগৃহীত

একটা সময় ছিল যখন আবাহনী-মোহামেডান ম্যাচ উত্তাপ ছড়াত। ম্যাচের আগে পাড়া-মহল্লায় ম্যাচ নিয়ে শুরু হতো আলোচনা। দুই দলের লড়াই নিয়ে আগের সেই উন্মাদনা এখন নেই। তবে অর্ধশতক বছর পেরোনো ঐতিহ্যের এই দ্বৈরথের সঙ্গে মিশে আছে অনেক হিসাব-নিকাশ। আজ দুপুর আড়াইটায় এ মৌসুমে প্রথমবার মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। যে ম্যাচ ঘিরে সেই উত্তাপ না থাকলেও আছে আলোচনা।

দুই দলের কেউ-ই পয়েন্ট হারাতে চায় না। সে জন্য জয়-পরাজয়ের অঙ্কটাও ভালোভাবে কষছে আবাহনী-মোহামেডান। যদিও সর্বশেষ ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হেরে যায় মোহামেডান। আর আবাহনী আছে জয়ের ধারায়। তারা প্রিমিয়ার লিগের পাশাপাশি ফেডারেশন কাপেও জয়ের স্বাদ নিয়েছে। এখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বাধা টপকাতে চায় তারা। যেমনটা বললেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘যে যাই বলুক, আবাহনী-মোহামেডান ম্যাচের আগে সবার মধ্যে একটা আলোচনা থাকবেই। আমরা পুরোপুরি প্রস্তুত। যেহেতু আমাদের কোনো বিদেশি খেলোয়াড় নেই, দেশিরা সব। মাঠেই জবাবটা দিতে চাই।’

সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে। যে ম্যাচ ২-২ গোলে ড্র হয়। গত মৌসুমের পর আবারও সেই কুমিল্লায় ফিরছে এই ডার্বি। শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে আবাহনী চোখ রাঙাচ্ছে মোহামেডানকে। অন্যদিকে সাদা-কালোদের ভরসা বিদেশিরাই। যেখানে তাদের মূল গোলমেশিন সুলেমান দিয়াবাতে। পুরোপুরি ফিট না থাকায় ফেডারেশন কাপের প্রথম ম্যাচে তাঁকে একাদশে রাখেনি মোহামেডান। তবে আবাহনীর বিপক্ষে মাঠে নামার জন্য মালির এই স্ট্রাইকার প্রস্তুত।

দলের প্রস্তুতি ও দিয়াবাতের চোট প্রসঙ্গে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রস্তুতি ঠিকঠাক। সর্বশেষ ম্যাচে দিয়াবাতের একটু ইনজুরির সমস্যা ছিল। এ জন্য তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। এখন সে পুরোপুরি ফিট। আশা করছি, আবাহনীর বিপক্ষে প্রথম মিনিট থেকেই খেলবে।’

মোহামেডান চাইছে আগের ম্যাচের ভুল শুধরে এই ম্যাচটা জয়ে রাঙাতে। অন্যদিকে আবাহনীর আশা জয়ের ধারাবাহিকতা ঠিক রাখতে। যে লড়াইয়ে দিয়াবাতে ছাড়াও মোহামেডানের ভরসার নাম আরেক বিদেশি ইমানুয়েল সানডে। তবে রক্ষণভাগ নিয়ে খানিকটা চিন্তায় আলফাজের দল। সর্বশেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষেও তেমন প্রতিচ্ছবি দেখা যায়। আজ মোহামেডানের রক্ষণে একই ফাঁকফোকর খুঁজে পেলে সুযোগটা হয়তো ভালোভাবেই লুফে নেবে আবাহনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ