আজকের পত্রিকা ডেস্ক
সুলেমান দিয়াবাতে যে মোহামেডানের প্রাণভোমরা সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। প্রিমিয়ার লিগে আজ দিয়াবাতের কাছেই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঐতিহ্যের ডার্বিতে গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আবাহনী। শেষদিকে সমতায়ও ফিরতে পারত মারুফুল হকের দল, যদি অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল না হতো। তবে দলটির সমতায় আর ফেরা হয়নি। দিয়াবাতের প্রথমার্ধে দেওয়া গোলই গড়ে দেয় পার্থক্য। আর লিগে সাদা-কালোরা ১-০ গোলে আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে এবার দল গড়েছে আবাহনী। চলমান মৌসুমে গতকালের আগ পর্যন্ত তারা এক ম্যাচেও হারেনি। কিন্তু মোহামেডানের সঙ্গেই খৈ হারাল। যদিও শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আবাহনী। কিন্তু গোলের তেমন সম্ভাবনা তারা জাগাতে পারেনি। উল্টো পাল্টা আক্রমণে একাধিকবার আবাহনীর রক্ষণ কাঁপিয়েছে সাদা কালোরা।
ম্যাচের ৪০ মিনিটে ইমানুয়েল টনির বুলেট গতির শট কোনোমতে রুখে দেন আবাহনীর গোলকিপার মিতুল মারমা। বিরতির ঠিক আগ মুহূর্তে সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। ৪৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহামেডান। কিন্তু আর্নেস্ট বোয়েটাংয়ের বাঁ পায়ের শট খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। এরপর ৬০ মিনিটে আবাহনী গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যে কারণে বাড়ে সমর্থকদের হতাশা। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় স্কোরলাইন ১-০ থাকে। যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আবাহনী। সুমন রেজার পাসে বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি দলটির।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি। এই জয়ে ৩ ম্যাচ খেলা পুলিশ ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট তুলে নিয়েছে।
সুলেমান দিয়াবাতে যে মোহামেডানের প্রাণভোমরা সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। প্রিমিয়ার লিগে আজ দিয়াবাতের কাছেই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঐতিহ্যের ডার্বিতে গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আবাহনী। শেষদিকে সমতায়ও ফিরতে পারত মারুফুল হকের দল, যদি অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল না হতো। তবে দলটির সমতায় আর ফেরা হয়নি। দিয়াবাতের প্রথমার্ধে দেওয়া গোলই গড়ে দেয় পার্থক্য। আর লিগে সাদা-কালোরা ১-০ গোলে আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে এবার দল গড়েছে আবাহনী। চলমান মৌসুমে গতকালের আগ পর্যন্ত তারা এক ম্যাচেও হারেনি। কিন্তু মোহামেডানের সঙ্গেই খৈ হারাল। যদিও শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আবাহনী। কিন্তু গোলের তেমন সম্ভাবনা তারা জাগাতে পারেনি। উল্টো পাল্টা আক্রমণে একাধিকবার আবাহনীর রক্ষণ কাঁপিয়েছে সাদা কালোরা।
ম্যাচের ৪০ মিনিটে ইমানুয়েল টনির বুলেট গতির শট কোনোমতে রুখে দেন আবাহনীর গোলকিপার মিতুল মারমা। বিরতির ঠিক আগ মুহূর্তে সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। ৪৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহামেডান। কিন্তু আর্নেস্ট বোয়েটাংয়ের বাঁ পায়ের শট খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। এরপর ৬০ মিনিটে আবাহনী গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যে কারণে বাড়ে সমর্থকদের হতাশা। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় স্কোরলাইন ১-০ থাকে। যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আবাহনী। সুমন রেজার পাসে বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি দলটির।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি। এই জয়ে ৩ ম্যাচ খেলা পুলিশ ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট তুলে নিয়েছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে