নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোদেলা বিকেলে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব কেমন বিষণ্নতার চাদরে মোড়া। ক্লাব প্রাঙ্গণে গতকাল পা রেখে মনে হলো, এ এক বিধ্বস্ত জনপদ! কোনোভাবে রক্ষা পাওয়া কিছু আসবাব ঝেড়ে-মুছে আলাদা করে রাখছেন কর্মকর্তারা। অদূরে আবাহনীর প্রতিষ্ঠা শেখ কামালের ম্যুরাল সাক্ষী হয়ে রয়েছে অগ্নিকাণ্ডের দগদগ ক্ষত নিয়ে। দুর্বৃত্তরা ওখানেও আগুন দিয়েছে।
৫ আগস্ট ছিল শেখ কামালের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ক্লাব কর্মকর্তারা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ম্যুরাল। শেখ হাসিনার পদত্যাগের পর ৫ আগস্ট বিকেলে ভাঙচুর করা হয় ক্লাবের অফিস। তছনছ করা হয় ক্লাবের বিভিন্ন কক্ষের ফ্যান, এসি, কম্পিউটার, সিসি ক্যামেরা, বেসিনের কল, কমোড, জানালার পর্দা, টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাব। হামলাকারীরা নিয়ে গেছে সব ট্রফি। ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলায় এ পর্যন্ত যত ট্রফি জিতেছে আবাহনী—কিছুই আর অবশিষ্ট নেই!
শেখ কামালের ম্যুরালে ফুল দিতে ৪ আগস্ট মধ্যরাতেও ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থাকা দেশের বর্ষীয়ান ক্রিকেট সংগঠক ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বিষণ্ন কণ্ঠে বললেন, ‘দেশে অনেক সময় অনেক পরিবর্তন হয়েছে। অনেক কিছুই হয়েছে। শুধু আবাহনী কেন, কোনো ক্লাবেই কখনো কিছু হয়নি। ৩২ নম্বরে আগুন দেওয়া মানুষেরাই ওখানে লুটপাট, হামলা, ভাঙচুর করেছে। এত বছরের ট্রফি, এগুলো কি আর পাওয়া যাবে? ওগুলোর সঙ্গে নিয়ে গেছে ইতিহাসও!’
কাল বিকেলে ক্লাবে উপস্থিত সমর্থক বাদশা বলেন, ‘আমাদের মূল সম্পদ ছিল ট্রফি। ১৯৭২ থেকে এখন পর্যন্ত যত ট্রফি আবাহনী জিতেছে, সব নিয়ে গেছে। আপনাদের (সংবাদমাধ্যম) মাধ্যমে আকুতি জানাই, কিছু ট্রফিও যদি ফিরে পাই...।’
আক্রমণ থেকে রেহাই পায়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। ভাঙচুরের পর নিয়ে যাওয়া হয় ক্লাবের জার্সি, ক্রিকেট প্যাড, হেলমেটসহ খেলাধুলার সরঞ্জাম।
রোদেলা বিকেলে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব কেমন বিষণ্নতার চাদরে মোড়া। ক্লাব প্রাঙ্গণে গতকাল পা রেখে মনে হলো, এ এক বিধ্বস্ত জনপদ! কোনোভাবে রক্ষা পাওয়া কিছু আসবাব ঝেড়ে-মুছে আলাদা করে রাখছেন কর্মকর্তারা। অদূরে আবাহনীর প্রতিষ্ঠা শেখ কামালের ম্যুরাল সাক্ষী হয়ে রয়েছে অগ্নিকাণ্ডের দগদগ ক্ষত নিয়ে। দুর্বৃত্তরা ওখানেও আগুন দিয়েছে।
৫ আগস্ট ছিল শেখ কামালের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ক্লাব কর্মকর্তারা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ম্যুরাল। শেখ হাসিনার পদত্যাগের পর ৫ আগস্ট বিকেলে ভাঙচুর করা হয় ক্লাবের অফিস। তছনছ করা হয় ক্লাবের বিভিন্ন কক্ষের ফ্যান, এসি, কম্পিউটার, সিসি ক্যামেরা, বেসিনের কল, কমোড, জানালার পর্দা, টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাব। হামলাকারীরা নিয়ে গেছে সব ট্রফি। ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলায় এ পর্যন্ত যত ট্রফি জিতেছে আবাহনী—কিছুই আর অবশিষ্ট নেই!
শেখ কামালের ম্যুরালে ফুল দিতে ৪ আগস্ট মধ্যরাতেও ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থাকা দেশের বর্ষীয়ান ক্রিকেট সংগঠক ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বিষণ্ন কণ্ঠে বললেন, ‘দেশে অনেক সময় অনেক পরিবর্তন হয়েছে। অনেক কিছুই হয়েছে। শুধু আবাহনী কেন, কোনো ক্লাবেই কখনো কিছু হয়নি। ৩২ নম্বরে আগুন দেওয়া মানুষেরাই ওখানে লুটপাট, হামলা, ভাঙচুর করেছে। এত বছরের ট্রফি, এগুলো কি আর পাওয়া যাবে? ওগুলোর সঙ্গে নিয়ে গেছে ইতিহাসও!’
কাল বিকেলে ক্লাবে উপস্থিত সমর্থক বাদশা বলেন, ‘আমাদের মূল সম্পদ ছিল ট্রফি। ১৯৭২ থেকে এখন পর্যন্ত যত ট্রফি আবাহনী জিতেছে, সব নিয়ে গেছে। আপনাদের (সংবাদমাধ্যম) মাধ্যমে আকুতি জানাই, কিছু ট্রফিও যদি ফিরে পাই...।’
আক্রমণ থেকে রেহাই পায়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। ভাঙচুরের পর নিয়ে যাওয়া হয় ক্লাবের জার্সি, ক্রিকেট প্যাড, হেলমেটসহ খেলাধুলার সরঞ্জাম।
বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৩ ঘণ্টা আগেখেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩ ঘণ্টা আগে