অভিনেতা হতে চাননি সালমান
শতকোটি রুপি আয় করা সবচেয়ে বেশিসংখ্যক বলিউড সিনেমার অভিনেতা সালমান খান। সেই সালমান খানই জানালেন, তিনি নাকি অভিনেতা হতে চাননি। সম্প্রতি প্রথমবারের মতো ভাতিজা আরহান খানের পডকাস্টে এমন তথ্য দিলেন সালমান। তিনি জানান, চেয়েছিলেন সিনেমার পরিচালক হতে, কিন্তু পরিচালক হিসেবে কেউ তাঁকে কাজ দেয়নি...