বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।
গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।
ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’
কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।
গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।
ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন সংগীতশিল্পী ও ব্যান্ড। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
১ ঘণ্টা আগেদুই বছর আগে কানাডায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়। এখনো সেখানে চিকিৎসাধীন আছেন নিবিড়। সেই দুর্ঘটনার পর থেকে বেশির ভাগ সময় কানাডায় অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ, থাকছেন ছেলের পাশে। তবে গান ছাড়েননি তিনি। সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করেন লাখ লাখ মানুষ। তাঁদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় নানা ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন তাঁরা। সেই হকারদের জীবন নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মঞ্চায়ন করবে কমেডি নাটক ‘সংস অব হকার্স’।
২ ঘণ্টা আগে