বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কারও রেস্টুরেন্ট কিংবা পারলার। সম্প্রতি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অন্তঃসত্ত্বা মা এবং নবজাতকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণিসহ অভিনেত্রীদের অন্য পেশার খবর নিয়ে এই প্রতিবেদন।
পরীমণির ‘বডি’
ব্যক্তিজীবনে বারবার সমালোচিত হলেও মা হিসেবে একেবারেই ব্যতিক্রম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বডি নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন। মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগে পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের কল্যাণে।
পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়ী অপু বিশ্বাস
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। গত বছর তিনি নাম লিখিয়েছেন পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু। প্রতিষ্ঠান দুটি উদ্বোধনের সময় অপু বিশ্বাস জানিয়েছিলেন, অভিনেত্রীর পাশাপাশি নতুন পরিচয়ে পরিচিত হতে চান তিনি। তাই নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়।
কেয়া পায়েলের স্যালন
অভিনয়ের জন্য নিয়মিতই মেকআপ করতে হয় অভিনয়শিল্পীদের। ব্যতিক্রম নন কেয়া পায়েলও। এমনিতেও সাজতে ভালোবাসেন অভিনেত্রী। সেই ভালোবাসার জায়গা থেকে কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার অ্যান্ড স্যালন বিজনেসে। গত বছর রাজধানীর উত্তরায় শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নামের একটি প্রতিষ্ঠান। এখানে নারীদের সাজসজ্জার জন্য রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা।
ফারহানা হামিদের ‘খুঁত’
বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৮ সালে খুঁত নামের ফ্যাশন হাউস চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। প্রতিষ্ঠানটি মূলত শাড়ির জন্যই বেশি জনপ্রিয় হয়েছে। শুরুতে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রি করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট খোলা হয়। বর্তমানে ঢাকার লালমাটিয়া, বনানী ও ধানমন্ডিতে তিনটি শোরুম রয়েছে খুঁতের। ফারহানা হামিদ জানান, এ বছর আরও কয়েকটি শোরুম বাড়ানোর চেষ্টা চলছে। এই প্রতিষ্ঠানের পোশাকগুলো ডিজাইন করেন ফারহানা নিজেই।
রিচির বিউটি লাউঞ্জ
সাংসারিক ব্যস্ততায় রিচি সোলায়মান এখন অভিনয়ে কম সময় দেন। অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও গত বছরের শেষ দিকে তিনি নাম লিখিয়েছেন ব্যবসায়। রাজধানীর উত্তরার রবীন্দ্রসরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। এর উদ্বোধন করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নারীদের রূপচর্চাবিষয়ক যে সেবাগুলোর প্রয়োজন হয়, সেগুলোর প্রায় সবই পাওয়া যায় রিচির ইটারনাল বিউটি লাউঞ্জে।
স্বাগতার ‘ট্রুগানিক’
বিভিন্ন অরগানিক পণ্য নিয়ে অনলাইন ব্যবসা করছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামের ফেসবুক পেজে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন তিনি। ধীরে ধীরে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন বলে জানান স্বাগতা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর ভাটারা থানার কাজীবাড়ি এলাকায় একটি গরুর খামার চালু করেছে ট্রুগানিক বাই স্বাগতা।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কারও রেস্টুরেন্ট কিংবা পারলার। সম্প্রতি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অন্তঃসত্ত্বা মা এবং নবজাতকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণিসহ অভিনেত্রীদের অন্য পেশার খবর নিয়ে এই প্রতিবেদন।
পরীমণির ‘বডি’
ব্যক্তিজীবনে বারবার সমালোচিত হলেও মা হিসেবে একেবারেই ব্যতিক্রম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বডি নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন। মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগে পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের কল্যাণে।
পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়ী অপু বিশ্বাস
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। গত বছর তিনি নাম লিখিয়েছেন পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু। প্রতিষ্ঠান দুটি উদ্বোধনের সময় অপু বিশ্বাস জানিয়েছিলেন, অভিনেত্রীর পাশাপাশি নতুন পরিচয়ে পরিচিত হতে চান তিনি। তাই নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়।
কেয়া পায়েলের স্যালন
অভিনয়ের জন্য নিয়মিতই মেকআপ করতে হয় অভিনয়শিল্পীদের। ব্যতিক্রম নন কেয়া পায়েলও। এমনিতেও সাজতে ভালোবাসেন অভিনেত্রী। সেই ভালোবাসার জায়গা থেকে কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার অ্যান্ড স্যালন বিজনেসে। গত বছর রাজধানীর উত্তরায় শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নামের একটি প্রতিষ্ঠান। এখানে নারীদের সাজসজ্জার জন্য রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা।
ফারহানা হামিদের ‘খুঁত’
বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৮ সালে খুঁত নামের ফ্যাশন হাউস চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। প্রতিষ্ঠানটি মূলত শাড়ির জন্যই বেশি জনপ্রিয় হয়েছে। শুরুতে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রি করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট খোলা হয়। বর্তমানে ঢাকার লালমাটিয়া, বনানী ও ধানমন্ডিতে তিনটি শোরুম রয়েছে খুঁতের। ফারহানা হামিদ জানান, এ বছর আরও কয়েকটি শোরুম বাড়ানোর চেষ্টা চলছে। এই প্রতিষ্ঠানের পোশাকগুলো ডিজাইন করেন ফারহানা নিজেই।
রিচির বিউটি লাউঞ্জ
সাংসারিক ব্যস্ততায় রিচি সোলায়মান এখন অভিনয়ে কম সময় দেন। অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও গত বছরের শেষ দিকে তিনি নাম লিখিয়েছেন ব্যবসায়। রাজধানীর উত্তরার রবীন্দ্রসরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। এর উদ্বোধন করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নারীদের রূপচর্চাবিষয়ক যে সেবাগুলোর প্রয়োজন হয়, সেগুলোর প্রায় সবই পাওয়া যায় রিচির ইটারনাল বিউটি লাউঞ্জে।
স্বাগতার ‘ট্রুগানিক’
বিভিন্ন অরগানিক পণ্য নিয়ে অনলাইন ব্যবসা করছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামের ফেসবুক পেজে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন তিনি। ধীরে ধীরে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন বলে জানান স্বাগতা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর ভাটারা থানার কাজীবাড়ি এলাকায় একটি গরুর খামার চালু করেছে ট্রুগানিক বাই স্বাগতা।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলচ্চিত্রের গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ শুনে কার মন না নেচে উঠেছে! এমন অনেক গানের সুরে শ্রোতাদের মন মাতিয়ে চলেছেন গায়ক কুমার শানু। গানের জন্য যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি ব্যক্তিজীবন নিয়ে হয়েছেন সমালোচিত।
৫ ঘণ্টা আগেফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইন আপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি।
৭ ঘণ্টা আগেমডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে...
৯ ঘণ্টা আগেকানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং।
৯ ঘণ্টা আগে