বিনোদন ডেস্ক
আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।
আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১১ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।
১২ ঘণ্টা আগে