বিনোদন ডেস্ক
আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।
আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন সংগীতশিল্পী ও ব্যান্ড। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
১ ঘণ্টা আগেদুই বছর আগে কানাডায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়। এখনো সেখানে চিকিৎসাধীন আছেন নিবিড়। সেই দুর্ঘটনার পর থেকে বেশির ভাগ সময় কানাডায় অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ, থাকছেন ছেলের পাশে। তবে গান ছাড়েননি তিনি। সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করেন লাখ লাখ মানুষ। তাঁদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় নানা ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন তাঁরা। সেই হকারদের জীবন নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মঞ্চায়ন করবে কমেডি নাটক ‘সংস অব হকার্স’।
২ ঘণ্টা আগে