খেলায় অনেকবারই পুরস্কার পেয়েছেন সাবেক তিন ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল, নারী ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস ও প্রয়াত আবদুল কাদির। তবে এবার অনন্য এক সম্মানে ভূষিত হলেন তাঁরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অফ ফেমে জায়গা পেয়েছেন এই তিন সাবেক ক্রিকেটার।
এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন চন্দরপল, এডওয়ার্ডস ও কাদিরকে সম্মানিত করবে আইসিসি। চন্দরপল ও এডওয়ার্ডস আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) উপস্থিত থাকতে পারলেও কাদিরের পক্ষে থাকা সম্ভব নয়। ২০১৯ সালে মারা যান পাকিস্তানের এই কিংবদন্তি লেগ-স্পিনার। তবে তাঁর হয়ে এসসিজিতে থাকবে পরিবারের কোনো এক সদস্য।
১০৭ নম্বর ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে জায়গা পেয়েছেন চন্দরপল। ২১ বছরের ক্যারিয়ারে ৪৫৪ ম্যাচে ২০৯৮৮ রান করেছেন ওয়েস্ট উইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটার। ১২৫ ফিফটির সঙ্গে করেছেন ৪১ সেঞ্চুরিও। খেলোয়াড়ি জীবনে ক্যারিবিয়ানদের মিডল অর্ডারের সেরা ব্যাটার ছিলেন তিনি।
কিংবদন্তিদের তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বসিত চন্দরপল বলেছেন, ‘কিংবদন্তি ও অনেক তারকা ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করতে পারা সম্মানের। এই স্বীকৃতিটির জন্য কৃতজ্ঞ। মুহূর্তটি উপভোগ করতে চাই পরিবার, বন্ধু ও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেটের সমর্থকদের সঙ্গে। যারা আমার পুরো ক্যারিয়ারে সমর্থন করে এসেছে।’
২০২১ সালে এডওয়ার্ডসকে সম্মান জানিয়ে ঘরোয়া নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম ‘শার্লট এডওয়ার্ডস কাপ’ রেখেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার ১০৮ নম্বর ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক । দুই দশক ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন সাবেক এই অধিনায়ক। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাবেক এই ব্যাটার। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সব মিলিয়ে ৩০৯ ম্যাচে ১০২৭৩ রানের সঙ্গে ৭৫ উইকেটেও নিয়েছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। ৬৭ ফিফটির সঙ্গে ১৩ সেঞ্চুরি করেছেন ক্যারিয়ারে।
এডওয়ার্ডস বলেছেন, ‘হল অফ ফেমে জায়গা পাওয়া বিশাল সম্মানের। এ জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের।’
২০১৯ সালে মৃত্যুবরণ করছেন লেগ-স্পিনের জাদুকর কাদির। ইহলোকে বেঁচে না থাকলেও তাঁকে সম্মান জানাতে ভুলে যায়নি আইসিসি। ১০৯ নম্বর ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। ৬৭ ম্যাচে ২৩৬ উইকেট পেয়েছেন তিনি। তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ৫৬ রানে ৯ উইকেট ইংল্যান্ডের বিপক্ষে।
হল অফ ফেমে বাবার নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কাদির পুত্র লেগ স্পিনার উসমান কাদির বলেছেন, ‘বাবার নাম হল অফ ফেমে অন্তভুক্ত করায় আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি পরিববারে পক্ষ থেকে। সংবাদটি পরিবারের জন্য অনেক বড় সম্মানের, আমরা এটিকে বিশাল অর্জন হিসাবে দেখছি। আজ বাবা বেঁচে থাকলে এটি নিয়ে খুব গর্ব করতেন।’
খেলায় অনেকবারই পুরস্কার পেয়েছেন সাবেক তিন ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল, নারী ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস ও প্রয়াত আবদুল কাদির। তবে এবার অনন্য এক সম্মানে ভূষিত হলেন তাঁরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অফ ফেমে জায়গা পেয়েছেন এই তিন সাবেক ক্রিকেটার।
এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন চন্দরপল, এডওয়ার্ডস ও কাদিরকে সম্মানিত করবে আইসিসি। চন্দরপল ও এডওয়ার্ডস আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) উপস্থিত থাকতে পারলেও কাদিরের পক্ষে থাকা সম্ভব নয়। ২০১৯ সালে মারা যান পাকিস্তানের এই কিংবদন্তি লেগ-স্পিনার। তবে তাঁর হয়ে এসসিজিতে থাকবে পরিবারের কোনো এক সদস্য।
১০৭ নম্বর ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে জায়গা পেয়েছেন চন্দরপল। ২১ বছরের ক্যারিয়ারে ৪৫৪ ম্যাচে ২০৯৮৮ রান করেছেন ওয়েস্ট উইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটার। ১২৫ ফিফটির সঙ্গে করেছেন ৪১ সেঞ্চুরিও। খেলোয়াড়ি জীবনে ক্যারিবিয়ানদের মিডল অর্ডারের সেরা ব্যাটার ছিলেন তিনি।
কিংবদন্তিদের তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বসিত চন্দরপল বলেছেন, ‘কিংবদন্তি ও অনেক তারকা ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করতে পারা সম্মানের। এই স্বীকৃতিটির জন্য কৃতজ্ঞ। মুহূর্তটি উপভোগ করতে চাই পরিবার, বন্ধু ও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেটের সমর্থকদের সঙ্গে। যারা আমার পুরো ক্যারিয়ারে সমর্থন করে এসেছে।’
২০২১ সালে এডওয়ার্ডসকে সম্মান জানিয়ে ঘরোয়া নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম ‘শার্লট এডওয়ার্ডস কাপ’ রেখেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার ১০৮ নম্বর ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক । দুই দশক ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন সাবেক এই অধিনায়ক। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাবেক এই ব্যাটার। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সব মিলিয়ে ৩০৯ ম্যাচে ১০২৭৩ রানের সঙ্গে ৭৫ উইকেটেও নিয়েছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। ৬৭ ফিফটির সঙ্গে ১৩ সেঞ্চুরি করেছেন ক্যারিয়ারে।
এডওয়ার্ডস বলেছেন, ‘হল অফ ফেমে জায়গা পাওয়া বিশাল সম্মানের। এ জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের।’
২০১৯ সালে মৃত্যুবরণ করছেন লেগ-স্পিনের জাদুকর কাদির। ইহলোকে বেঁচে না থাকলেও তাঁকে সম্মান জানাতে ভুলে যায়নি আইসিসি। ১০৯ নম্বর ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। ৬৭ ম্যাচে ২৩৬ উইকেট পেয়েছেন তিনি। তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ৫৬ রানে ৯ উইকেট ইংল্যান্ডের বিপক্ষে।
হল অফ ফেমে বাবার নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কাদির পুত্র লেগ স্পিনার উসমান কাদির বলেছেন, ‘বাবার নাম হল অফ ফেমে অন্তভুক্ত করায় আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি পরিববারে পক্ষ থেকে। সংবাদটি পরিবারের জন্য অনেক বড় সম্মানের, আমরা এটিকে বিশাল অর্জন হিসাবে দেখছি। আজ বাবা বেঁচে থাকলে এটি নিয়ে খুব গর্ব করতেন।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৯ ঘণ্টা আগে