Ajker Patrika

রেকর্ড হারিয়ে কোহলিকে অভিনন্দন জানালেন জয়াবর্ধনে

রেকর্ড হারিয়ে কোহলিকে অভিনন্দন জানালেন জয়াবর্ধনে

কঠিন সময় পেরিয়ে অবিশ্বাস্য ফর্মে আছেন বিরাট কোহলি। এশিয়া কাপের দুর্দান্ত ফর্মটা যেন নিয়ে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আর ভারতীয় ব্যাটারের ছন্দে থাকা মানেই কোনো না কোনো রেকর্ড নিজের করে নেওয়া। গতকালও অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে এক রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।

রেকর্ডটি গড়তে যাঁকে ছাড়িয়ে গেছেন তাঁর কাছ থেকে অভিনন্দনও পেয়েছেন কোহলি। ভারতীয় ব্যাটারকে যোদ্ধার সঙ্গে তুলনা করে বিশেষ অভিনন্দন জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। তাঁর মতে, কোহলি, তুমি সব সময় একজন যোদ্ধা।

জয়াবর্ধনের ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বার্তাটিতে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেছেন,‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কেউ একজন সারাক্ষণ আমার রেকর্ড ভাঙতে উন্মুখ থাকেন এবং সেটা হলে তুমি বিরাট। অসাধারণ বন্ধু। তোমাকে অভিনন্দন। তুমি সব সময় একজন যোদ্ধা। ফর্ম সাময়িক কিন্তু ক্লাসটা চিরস্থায়ী। দারুণ খেলেছ বন্ধু।’

এত দিন সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন জয়াবর্ধনে। ৩১ ইনিংসে ১০১৬ রান করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। আর কোহলি ২৩ ইনিংসে করেছেন ১০৬৫ রান। বাংলাদেশের বিপক্ষে গতকাল রোমাঞ্চকর জয়ে ভারতীয় ব্যাটার খেলেছেন ৪৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ইনিংসটিতে ছিল ৮ চারের সঙ্গে ১ ছক্কাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত