Ajker Patrika

ভীতুর মতো ক্রিকেট খেলেই ভারত আইসিসি ইভেন্টে ভুগছে, বলছেন নাসের

ভীতুর মতো ক্রিকেট খেলেই ভারত আইসিসি ইভেন্টে ভুগছে, বলছেন নাসের

দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত খেলা ভারত যেন আইসিসি টুর্নামেন্ট এলেই খেই হারিয়ে ফেলে। বৈশ্বিক ইভেন্টে শিরোপা জয় ভারতের কাছে যেন ‘সোনার হরিণ।’ ভারতের বৈশ্বিক কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের প্রায় এক দশক হতে চলেছে। নাসের হুসেইন মনে করেন, ভীত-সন্ত্রস্ত ক্রিকেট খেলাটাই ভারতকে বৈশ্বিক ইভেন্টে বেশ ভোগাচ্ছে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ভারত। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৩ উইকেট এবং ৩৫ রানে ২ উইকেট-এমন স্কোর করেছিল ভারত। পাওয়ার প্লেতে ভারতের এই পারফরম্যান্সের দৈন্যের প্রসঙ্গও টেনে এনেছেন নাসের হুসেইন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘সত্যি কথা যে বৈশ্বিক ইভেন্টে তারা ভয়ে ভয়ে ক্রিকেট খেলে। গত বিশ্বকাপে তারা ভীত-সন্ত্রস্ত ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাওয়ার প্লেতে।’ 

জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার মতো দুই তারকা ক্রিকেটার চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এই প্রসঙ্গে নাসের বলেন, ‘জাদেজা এবং বুমরাহর মতো দুজন তারকা ক্রিকেটারকে তারা (ভারত) মিস করবে। দ্বিপাক্ষিক সিরিজে যে মনমানসিকতা নিয়ে খেলে, সেটাই বিশ্বকাপে ধরে রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত