Ajker Patrika

লন্ডনেই হবে পরের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

লন্ডনেই হবে পরের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুই সংস্করণের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৩ এর ফাইনাল হবে লন্ডনের ওভালে এবং ২০২৫ এর ফাইনাল হবে লর্ডসে। আইসিসি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু নিশ্চিত করে খুব আনন্দিত বোধ করছেন। তিনি বলেছেন, ‘ওভালে আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে পেরে আমরা খুব আনন্দিত, যেখানে ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস এবং সুন্দর পরিবেশ আছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে আয়োজনের জন্য উপযুক্ত। এরপর ২০২৫ ফাইনাল হবে লর্ডসে। যেখানে টেস্ট খেলার জন্য দারুণ পরিবেশ পাওয়া যাবে।’

গত বছর প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে নিউজিল্যান্ড। এ ব্যাপারে আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘সাউদাম্পটনে গত বছরের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটা দারুণ ছিল। আমি নিশ্চিত পুরো বিশ্বের ভক্তরা ওভালে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে মুখিয়ে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য আইসিসির পক্ষ থেকে আমি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড, সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) ধন্যবাদ জানাচ্ছি।’ 

এমসিসি’র প্রধান নির্বাহী এবং সচিব গায় ল্যাভেন্ডার বলেন, ‘লর্ডসে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করা হবে দেখে আমরা খুবই আনন্দিত। এটা দারুণ খবর যে, লন্ডনেই পরবর্তী দুটি ফাইনাল আয়োজন করতে আইসিসি রাজি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত