অলিম্পিক উদ্বোধনের আগেই শুরু ফুটবলের লড়াই
প্যারিস এখন সারা বিশ্বের ক্রীড়াবিদদের পদচারণে মুখর। ৩২৯ স্বর্ণপদকের জন্য ১৮ দিনের বেশি এই ক্রীড়াযজ্ঞে অংশ নিতে চলে এসেছেন বিশ্বের সেরা সাঁতারু, দৌড়বিদ, স্প্রিন্টার, জিমন্যাস্ট, তিরন্দাজরা। ৩২ ইভেন্টে সরাসরি মোট ৩ হাজার ৮০০ ঘণ্টার খেলা হবে ৩৪তম অলিম্পিকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পরশু অলিম্পি