নিজস্ব প্রতিবেদক
জাঁকজমকের সঙ্গে সিন নদীর তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। গেমস ঘিরে রংবেরঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে আইফেল টাওয়ার। কিন্তু আলোর নিচে যে অন্ধকারও থাকে! ঠিক এক শ বছর পর প্যারিসে অলিম্পিক আয়োজন সফল করতে চেষ্টার কমতি নেই কর্তৃপক্ষের। তবে শুরুর আগেই বিতর্ক সঙ্গী করে চলতে হচ্ছে ২০২৪ অলিম্পিককে।
সিন নদীর দূষিত পানি নিয়ে বিতর্ক, নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর কানাডার গুপ্তচরবৃত্তি, অস্ট্রেলিয়া ওয়াটার পোলো দলে কোভিড সংক্রমণ নিয়ে দুশ্চিন্তা না কাটতেই আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো প্যারিসবাসী। গত রাতে অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলা-অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ লাখ ভ্রমণকারী বিপাকে পড়েছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনা ‘অগ্রহণযোগ্য’ বলার পাশাপাশি প্যারিসের মেয়র অ্যানি হিদালগো জানিয়েছেন, অলিম্পিকে এটি তেমন প্রভাব ফেলবে না। তবে শুরুতে এমন ঘটনার সম্মুখীন হওয়ায় প্যারিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। এর আগে ফ্রান্সের রেলে অলিম্পিকবিরোধী প্রচার চালানোয় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আর্থিক জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফ্রান্সের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ঢেউ যে অলিম্পিকেও আছড়ে পড়ছে, এসব ঘটনা যেন সেসবের ইঙ্গিত। এমনকি চুরি-ডাকাতির ঘটনাও ঘটছে।
ফুটবল কিংবদন্তি জিকো গতকাল ফ্রান্স পুলিশের কাছে ব্যাগ চুরির অভিযোগ করেছেন। ব্রাজিল অলিম্পিক দলের সঙ্গে অতিথি হয়ে এই সপ্তাহে প্যারিসে এসেছেন ফ্লেমেঙ্গোর সাবেক এই ফরোয়ার্ড। দ্য প্যারিসিয়ান ডেইলি জানিয়েছে, ৭১ বছর বয়সী জিকোর ব্যাগ থেকে ৫ লাখ ইউরো, ঘড়ি, ডায়মন্ডের গয়না চুরি হয়েছে।
লুটপাটের শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলও। দিন তিনেক আগে মরক্কোর বিপক্ষে বিতর্কিতভাবে হেরে যায় হাভিয়ের মাসচেরানোর শিষ্য। ম্যাচের আগে আর্জেন্টিনা দল যখন অনুশীলনে ব্যস্ত, লকার রুমে ফুটবলারসহ দলের স্টাফদের অনুপস্থিতিতে চুরি হয়ে যায় অর্থসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। আর্জেন্টিনা প্রতিনিধিদল এই ঘটনায় লিওঁ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।
বিতর্ক, অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানেই শেষ নয়; গত বছর ডোপ পরীক্ষায় দোষী সাব্যস্ত হওয়ায় অলিম্পিক শুরুর আগেই নির্বাসিত হয়েছেন রোমানিয়ার লং জাম্প ও হাই জাম্পের তারকা ফ্লোরেন্তিনো ইউস্কো। এদিকে প্যারিস অলিম্পিকে অস্থিতিশীলতার সন্দেহে এক রাশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুর আগেই এত সব ঘটনা, শেষটা কেমন হয় প্যারিস অলিম্পিকের, সেটিই এখন দেখার। তবে অলিম্পিক ঘরোয়া রাজনীতিতে কিছুদিনের জন্য অবকাশ দেবে মনে করেন এমানুয়েল মাখোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের এখন বিরতি প্রয়োজন।’ রেল নেটওয়ার্কে হামলা সত্ত্বেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ অলিম্পিক ভিলেজ নিয়ে উদ্বিগ্ন নন। ‘ফরাসি কর্তৃপক্ষের ওপর পূর্ণ আস্থা আছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
জাঁকজমকের সঙ্গে সিন নদীর তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। গেমস ঘিরে রংবেরঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে আইফেল টাওয়ার। কিন্তু আলোর নিচে যে অন্ধকারও থাকে! ঠিক এক শ বছর পর প্যারিসে অলিম্পিক আয়োজন সফল করতে চেষ্টার কমতি নেই কর্তৃপক্ষের। তবে শুরুর আগেই বিতর্ক সঙ্গী করে চলতে হচ্ছে ২০২৪ অলিম্পিককে।
সিন নদীর দূষিত পানি নিয়ে বিতর্ক, নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর কানাডার গুপ্তচরবৃত্তি, অস্ট্রেলিয়া ওয়াটার পোলো দলে কোভিড সংক্রমণ নিয়ে দুশ্চিন্তা না কাটতেই আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো প্যারিসবাসী। গত রাতে অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলা-অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ লাখ ভ্রমণকারী বিপাকে পড়েছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনা ‘অগ্রহণযোগ্য’ বলার পাশাপাশি প্যারিসের মেয়র অ্যানি হিদালগো জানিয়েছেন, অলিম্পিকে এটি তেমন প্রভাব ফেলবে না। তবে শুরুতে এমন ঘটনার সম্মুখীন হওয়ায় প্যারিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। এর আগে ফ্রান্সের রেলে অলিম্পিকবিরোধী প্রচার চালানোয় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আর্থিক জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফ্রান্সের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ঢেউ যে অলিম্পিকেও আছড়ে পড়ছে, এসব ঘটনা যেন সেসবের ইঙ্গিত। এমনকি চুরি-ডাকাতির ঘটনাও ঘটছে।
ফুটবল কিংবদন্তি জিকো গতকাল ফ্রান্স পুলিশের কাছে ব্যাগ চুরির অভিযোগ করেছেন। ব্রাজিল অলিম্পিক দলের সঙ্গে অতিথি হয়ে এই সপ্তাহে প্যারিসে এসেছেন ফ্লেমেঙ্গোর সাবেক এই ফরোয়ার্ড। দ্য প্যারিসিয়ান ডেইলি জানিয়েছে, ৭১ বছর বয়সী জিকোর ব্যাগ থেকে ৫ লাখ ইউরো, ঘড়ি, ডায়মন্ডের গয়না চুরি হয়েছে।
লুটপাটের শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলও। দিন তিনেক আগে মরক্কোর বিপক্ষে বিতর্কিতভাবে হেরে যায় হাভিয়ের মাসচেরানোর শিষ্য। ম্যাচের আগে আর্জেন্টিনা দল যখন অনুশীলনে ব্যস্ত, লকার রুমে ফুটবলারসহ দলের স্টাফদের অনুপস্থিতিতে চুরি হয়ে যায় অর্থসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। আর্জেন্টিনা প্রতিনিধিদল এই ঘটনায় লিওঁ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।
বিতর্ক, অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানেই শেষ নয়; গত বছর ডোপ পরীক্ষায় দোষী সাব্যস্ত হওয়ায় অলিম্পিক শুরুর আগেই নির্বাসিত হয়েছেন রোমানিয়ার লং জাম্প ও হাই জাম্পের তারকা ফ্লোরেন্তিনো ইউস্কো। এদিকে প্যারিস অলিম্পিকে অস্থিতিশীলতার সন্দেহে এক রাশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুর আগেই এত সব ঘটনা, শেষটা কেমন হয় প্যারিস অলিম্পিকের, সেটিই এখন দেখার। তবে অলিম্পিক ঘরোয়া রাজনীতিতে কিছুদিনের জন্য অবকাশ দেবে মনে করেন এমানুয়েল মাখোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের এখন বিরতি প্রয়োজন।’ রেল নেটওয়ার্কে হামলা সত্ত্বেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ অলিম্পিক ভিলেজ নিয়ে উদ্বিগ্ন নন। ‘ফরাসি কর্তৃপক্ষের ওপর পূর্ণ আস্থা আছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে