নিউজিল্যান্ডের ফুটবল দলের অনুশীলন ড্রোন দিয়ে নজরদারি করায় তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন কানাডা নারী জাতীয় দলের প্রধান কোচ। ড্রোন কেলেঙ্কারির কারণে কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) গতকাল রাতে দলের এই কোচ বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে।
ঘটনা গত সোমবারের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
অলিম্পিক কর্তৃপক্ষ তদন্তে নিশ্চিত করে কানাডার নারী ফুটবল দলের সঙ্গে যুক্ত এই কাজে জড়িত। পরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ জানায় নিউজিল্যান্ড। পরে এই ঘটনায় নিউজিল্যান্ড ফুটবল দলের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার কোচ।
কানাডার প্রধান কোচের অনুপস্থিতিতে ডাগ আউট সামলাবেন দলটির সহকারী কোচ। সিওসি জানিয়েছে, ‘প্যারিস গেমসের বাকি অংশের জন্য সহকারী কোচ অ্যান্ডি স্পেন্সের নেতৃত্বে খেলবে কানাডিয়ান নারী দল।’
ড্রোন কেলেঙ্কারির পর গতকাল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারায় কানাডা। গুপ্তচরবৃত্তির মতো নিয়ম বহির্ভূত কাণ্ডের পর এই ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন প্রিস্টম্যান। এবার তাকে বরখাস্তই হতে হলো। সিওসি প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত তথ্য অনুযায়ী প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
নারী অলিম্পিক ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। কানাডার পুরুষ দলও এর আগে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল। হন্ডুরাসের বিপক্ষে ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের আগে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে কানাডা।
নিউজিল্যান্ডের ফুটবল দলের অনুশীলন ড্রোন দিয়ে নজরদারি করায় তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন কানাডা নারী জাতীয় দলের প্রধান কোচ। ড্রোন কেলেঙ্কারির কারণে কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) গতকাল রাতে দলের এই কোচ বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে।
ঘটনা গত সোমবারের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
অলিম্পিক কর্তৃপক্ষ তদন্তে নিশ্চিত করে কানাডার নারী ফুটবল দলের সঙ্গে যুক্ত এই কাজে জড়িত। পরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ জানায় নিউজিল্যান্ড। পরে এই ঘটনায় নিউজিল্যান্ড ফুটবল দলের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার কোচ।
কানাডার প্রধান কোচের অনুপস্থিতিতে ডাগ আউট সামলাবেন দলটির সহকারী কোচ। সিওসি জানিয়েছে, ‘প্যারিস গেমসের বাকি অংশের জন্য সহকারী কোচ অ্যান্ডি স্পেন্সের নেতৃত্বে খেলবে কানাডিয়ান নারী দল।’
ড্রোন কেলেঙ্কারির পর গতকাল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারায় কানাডা। গুপ্তচরবৃত্তির মতো নিয়ম বহির্ভূত কাণ্ডের পর এই ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন প্রিস্টম্যান। এবার তাকে বরখাস্তই হতে হলো। সিওসি প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত তথ্য অনুযায়ী প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
নারী অলিম্পিক ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। কানাডার পুরুষ দলও এর আগে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল। হন্ডুরাসের বিপক্ষে ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের আগে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে কানাডা।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে