ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৬ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৭ ঘণ্টা আগে