ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে