Ajker Patrika

হারিয়ে গেছে বিয়ের আংটি, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অলিম্পিয়ান

হারিয়ে গেছে বিয়ের আংটি, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অলিম্পিয়ান

ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। 

বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়। 

আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’ 

দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’ 

পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’ 

জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’ 

২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...