প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে