Ajker Patrika

প্যারিসে তাকিয়ে পৃথিবী

প্যারিসে তাকিয়ে পৃথিবী

অলিম্পিকের পর্দা উন্মোচনের আগেই অবশ্য শুরু হয়েছে মাঠের লড়াই। ফুটবল, রাগবি, হ্যান্ডবল এবং আর্চারি শুরুর পরই হচ্ছে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন।

কোথায় উদ্বোধনী অনুষ্ঠান
সাধারণত কোনো স্টেডিয়ামেই হয়ে থাকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার মাঠে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হবে সিন নদীতে। ভিন্নতা আনতেই নদীতে উদ্বোধনী যজ্ঞের সিদ্ধান্ত আয়োজকদের।

কতটি দেশ অংশ নিচ্ছে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীভুক্ত মোট ২০৬টি দেশের ১০৫০০ অ্যাথলেট অংশ নিচ্ছে প্যারিস অলিম্পিকে।

১০০ মিটারের ফাইনাল কবে
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হবে ৩ আগস্ট, বাংলাদেশ সময় রাত ১টা ২০ মিনিটে। পরের দিন অর্থাৎ ৪ আগস্ট রাত ১টা ৫০ মিনিটে হবে ছেলেদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল।

অলিম্পিকে বরাবরই ফেবারিট যুক্তরাষ্ট্র। সুপার কম্পিউটার এবারও এগিয়ে রাখছে যুক্তরাষ্ট্রকে। এবার যুক্তরাষ্ট্র ১২৮টি পদক জিতবে বলে পূর্বানুমান সুপার কম্পিউটারের। শীর্ষ পাঁচ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ছাড়াও সুপার কম্পিউটার রেখেছে চীন (৬৮), স্বাগতিক ফ্রান্স ( ৬৩), গ্রেট ব্রিটেন (৬২) ও জাপানকে (৫৪)।

বাংলাদেশের পাঁচ অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে। গতকাল আর্চারির ব্যক্তিগত রিকার্ভে খেলেছেন সাগর ইসলাম।

২৮ জুলাই শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন রবিউল ইসলাম। ৩০ জুলাই সামিউল ইসলাম রাফি নামবেন ১০০ মিটার ফ্রি স্টাইলে।

৪ আগস্ট প্যারিস লা ডিফেন্সে অ্যারেনায় ৫০ মিটার ফ্রিস্টাইলে লড়বেন সোনিয়া আক্তার। একই দিন স্টাদে দে ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন ইমরানুর রহমান।

বিভিন্ন খেলার তারকারা জড়ো হয়েছেন প্যারিসে। মাঠের খেলা শুরু হয়ে গেছে আগেই। ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবেও শুরু হচ্ছে আজ। কতটি দেশ অংশ নিচ্ছে অলিম্পিকে, কতগুলো খেলায় সোনার পদকই বা কত? জেনে নিন এই বিশেষ আয়োজনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত