প্যারিস এখন সারা বিশ্বের ক্রীড়াবিদদের পদচারণে মুখর। ৩২৯ স্বর্ণপদকের জন্য ১৮ দিনের বেশি এই ক্রীড়াযজ্ঞে অংশ নিতে চলে এসেছেন বিশ্বের সেরা সাঁতারু, দৌড়বিদ, স্প্রিন্টার, জিমন্যাস্ট, তিরন্দাজরা। ৩২ ইভেন্টে সরাসরি মোট ৩ হাজার ৮০০ ঘণ্টার খেলা হবে ৩৪তম অলিম্পিকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পরশু অলিম্পিক ভিলেজ স্যঁ-সেঁত-ডেনিস ঘুরে এসে বলেছেন, ‘অলিম্পিক আয়োজনে প্রস্তুত ফ্রান্স।’
আনুষ্ঠানিকভাবে ২০২৪ প্যারিস অলিম্পিক শুরু হবে আগামী শুক্রবার। তবে লড়াইটা শুরু হয়ে যাচ্ছে দুই দিন আগেই। সাঁতারের পাশাপাশি ফুটবল, রাগবি, হ্যান্ডবল ও আর্চারি শুরু হবে আজ থেকে। মেয়েদের ফুটবল শুরু ২৫ জুলাই। স্বর্ণপদকের নিষ্পত্তি হবে ১০ আগস্ট। এক দিন আগে হবে ব্রোঞ্জের মীমাংসা। পিএসজির পার্ক দে প্রিন্সেসের পাশাপাশি আরও ৬ স্টেডিয়ামে হবে মেয়েদের ফুটবল। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক থেকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত এই ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হয় মেয়েদের ফুটবল। এই ইভেন্টে সর্বোচ্চ চার গোল্ড মেডেল জিতেছে যুক্তরাষ্ট্র। ১টি করে জার্মানি, কানাডা ও নরওয়ে। ২০২০ টোকিও অলিম্পিকে সুইডেনকে হারিয়ে সোনা জিতেছিলেন কানাডার মেয়েরা।
এবার ফেবারিট মনে করা হচ্ছে মেয়েদের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। যুক্তরাষ্ট্র খেলবে নতুন কোচ এমা হায়েসের অধীনে। এই দুই দলের পাশাপাশি সোনা জয়ের সম্ভাবনা আছে জার্মানি ও স্বাগতিক ফ্রান্সের। প্যারিস অলিম্পিকে দেখা যাবে ব্যালন ডি’অর জয়ী স্পেনের আইতানা বোনমাতি, ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা, কলম্বিয়ার প্রতিভাবান তারকা লিন্ডা কাইসেদো, ফ্রান্সের অভিজ্ঞ ডিফেন্ডার ওয়েন্ডি রেনার্ড ও যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময়ী স্ট্রাইক সোফিয়া স্মিথকে।
মেয়েদের ফুটবলে প্রতি দলে থাকবেন ১৮ জন খেলোয়াড়, ৪ জন রিজার্ভ। নির্ধারিত ৯০ মিনিটে যদি নিষ্পত্তি না হয়, তবে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট করে দুই অর্ধের খেলাতেও যদি ফল না হয়, তবে টাইব্রেকারে যাবে ম্যাচ। অংশগ্রহণকারী ১২ দলকে ভাগ করা হবে ৩ গ্রুপে। সেখান থেকে সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। তৃতীয় সেরা হয়ে তাদের সঙ্গী হবে পয়েন্টে এগিয়ে থাকা দুই দল।
একই নিয়ম থাকছে ছেলেদের ফুটবলেও। খেলাও হবে সাত স্টেডিয়ামে। ১৮৯৬ ও ১৯৩২ ছাড়া প্রতি অলিম্পিকে দেখা গেছে ছেলেদের ফুটবল। এবার অংশগ্রহণকারী ১৬ দলকে ভাগ করা হবে ৪ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। তাদের বাকি তিন সঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক। দেখা যাবে ফ্রান্স, স্পেন, জাপানকেও। অলিম্পিকে মেয়েদের ফুটবলে বয়সের কোনো সীমাবদ্ধতা না থাকলেও ছেলেদের ফুটবলে অংশ নিতে পারে অনূর্ধ্ব-২৩ দল। তবে সর্বোচ্চ তিনজন এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়।
ছেলেদের ফুটবলে গ্রুপ পর্ব শুরু হবে আজ থেকে। স্বর্ণের নিষ্পত্তি হবে ৯ আগস্ট। থিয়েরি অঁরির অধীনে এবারের ফ্রান্স দলকে মনে করা হচ্ছে ফেবারিট। আর্জেন্টিনা দলে দেখা যাবে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও মেজর সকার লিগের মাঝমাঠের তরুণ সেনসেশন থিয়াগো আলমাদাকে। খেলবেন নিকোলাস ওতামেন্দিও। গিনির নাবি কেইতা, ফ্রান্সের মিকেল ওলিস ও আলেক্সান্দ্রে লাকাজাত্তেকেও দেখা যাবে প্যারিস অলিম্পিকে।
ছেলেদের ফুটবলে সর্বোচ্চ তিনটি করে সোনা জিতেছে যুক্তরাজ্য ও হাঙ্গেরি। দুটি করে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকেও জিতেছে সর্বোচ্চ সাত স্বর্ণ। ২০১৬ ও ২০২০—টানা দুবার পদক জিতেছে সেলেসাওরা। তবে ২০০৪ অলিম্পিকের পর এবারই প্রথম অলিম্পিকে দেখা যাবে না ব্রাজিলকে।
প্যারিস এখন সারা বিশ্বের ক্রীড়াবিদদের পদচারণে মুখর। ৩২৯ স্বর্ণপদকের জন্য ১৮ দিনের বেশি এই ক্রীড়াযজ্ঞে অংশ নিতে চলে এসেছেন বিশ্বের সেরা সাঁতারু, দৌড়বিদ, স্প্রিন্টার, জিমন্যাস্ট, তিরন্দাজরা। ৩২ ইভেন্টে সরাসরি মোট ৩ হাজার ৮০০ ঘণ্টার খেলা হবে ৩৪তম অলিম্পিকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পরশু অলিম্পিক ভিলেজ স্যঁ-সেঁত-ডেনিস ঘুরে এসে বলেছেন, ‘অলিম্পিক আয়োজনে প্রস্তুত ফ্রান্স।’
আনুষ্ঠানিকভাবে ২০২৪ প্যারিস অলিম্পিক শুরু হবে আগামী শুক্রবার। তবে লড়াইটা শুরু হয়ে যাচ্ছে দুই দিন আগেই। সাঁতারের পাশাপাশি ফুটবল, রাগবি, হ্যান্ডবল ও আর্চারি শুরু হবে আজ থেকে। মেয়েদের ফুটবল শুরু ২৫ জুলাই। স্বর্ণপদকের নিষ্পত্তি হবে ১০ আগস্ট। এক দিন আগে হবে ব্রোঞ্জের মীমাংসা। পিএসজির পার্ক দে প্রিন্সেসের পাশাপাশি আরও ৬ স্টেডিয়ামে হবে মেয়েদের ফুটবল। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক থেকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত এই ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হয় মেয়েদের ফুটবল। এই ইভেন্টে সর্বোচ্চ চার গোল্ড মেডেল জিতেছে যুক্তরাষ্ট্র। ১টি করে জার্মানি, কানাডা ও নরওয়ে। ২০২০ টোকিও অলিম্পিকে সুইডেনকে হারিয়ে সোনা জিতেছিলেন কানাডার মেয়েরা।
এবার ফেবারিট মনে করা হচ্ছে মেয়েদের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। যুক্তরাষ্ট্র খেলবে নতুন কোচ এমা হায়েসের অধীনে। এই দুই দলের পাশাপাশি সোনা জয়ের সম্ভাবনা আছে জার্মানি ও স্বাগতিক ফ্রান্সের। প্যারিস অলিম্পিকে দেখা যাবে ব্যালন ডি’অর জয়ী স্পেনের আইতানা বোনমাতি, ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা, কলম্বিয়ার প্রতিভাবান তারকা লিন্ডা কাইসেদো, ফ্রান্সের অভিজ্ঞ ডিফেন্ডার ওয়েন্ডি রেনার্ড ও যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময়ী স্ট্রাইক সোফিয়া স্মিথকে।
মেয়েদের ফুটবলে প্রতি দলে থাকবেন ১৮ জন খেলোয়াড়, ৪ জন রিজার্ভ। নির্ধারিত ৯০ মিনিটে যদি নিষ্পত্তি না হয়, তবে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট করে দুই অর্ধের খেলাতেও যদি ফল না হয়, তবে টাইব্রেকারে যাবে ম্যাচ। অংশগ্রহণকারী ১২ দলকে ভাগ করা হবে ৩ গ্রুপে। সেখান থেকে সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। তৃতীয় সেরা হয়ে তাদের সঙ্গী হবে পয়েন্টে এগিয়ে থাকা দুই দল।
একই নিয়ম থাকছে ছেলেদের ফুটবলেও। খেলাও হবে সাত স্টেডিয়ামে। ১৮৯৬ ও ১৯৩২ ছাড়া প্রতি অলিম্পিকে দেখা গেছে ছেলেদের ফুটবল। এবার অংশগ্রহণকারী ১৬ দলকে ভাগ করা হবে ৪ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। তাদের বাকি তিন সঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক। দেখা যাবে ফ্রান্স, স্পেন, জাপানকেও। অলিম্পিকে মেয়েদের ফুটবলে বয়সের কোনো সীমাবদ্ধতা না থাকলেও ছেলেদের ফুটবলে অংশ নিতে পারে অনূর্ধ্ব-২৩ দল। তবে সর্বোচ্চ তিনজন এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়।
ছেলেদের ফুটবলে গ্রুপ পর্ব শুরু হবে আজ থেকে। স্বর্ণের নিষ্পত্তি হবে ৯ আগস্ট। থিয়েরি অঁরির অধীনে এবারের ফ্রান্স দলকে মনে করা হচ্ছে ফেবারিট। আর্জেন্টিনা দলে দেখা যাবে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও মেজর সকার লিগের মাঝমাঠের তরুণ সেনসেশন থিয়াগো আলমাদাকে। খেলবেন নিকোলাস ওতামেন্দিও। গিনির নাবি কেইতা, ফ্রান্সের মিকেল ওলিস ও আলেক্সান্দ্রে লাকাজাত্তেকেও দেখা যাবে প্যারিস অলিম্পিকে।
ছেলেদের ফুটবলে সর্বোচ্চ তিনটি করে সোনা জিতেছে যুক্তরাজ্য ও হাঙ্গেরি। দুটি করে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকেও জিতেছে সর্বোচ্চ সাত স্বর্ণ। ২০১৬ ও ২০২০—টানা দুবার পদক জিতেছে সেলেসাওরা। তবে ২০০৪ অলিম্পিকের পর এবারই প্রথম অলিম্পিকে দেখা যাবে না ব্রাজিলকে।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে