Ajker Patrika

শিশুপুত্রের সঙ্গে কুস্তির অনুশীলন করছেন ইলন মাস্ক, ছবি দিলেন টুইটারে

শিশুপুত্রের সঙ্গে কুস্তির অনুশীলন করছেন ইলন মাস্ক, ছবি দিলেন টুইটারে

টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক টুইটারে ছেলে ‘এক্স এ ই এ-১২’–এর সঙ্গে একটি ছবি টুইটারে আপলোড করেছেন। পোস্টের ক্যাপশনে মাস্ক লিখেছেন, ‘আমার স্পারিং পার্টনারের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন’।

মাস্ক ছেলেকে আদর করে ‘লিল এক্স’ বলে সম্বোধন করেন। ছবিতে মাস্ককে তাঁর ছোট ছেলে এক্সের সঙ্গে মজার ছলে মার্শাল আর্টে ব্যস্ত থাকতে দেখা গেছে। মিষ্টি এ মুহূর্তে বাবা ও ছেলেকে সাধারণ পোশাকেই দেখা গেছে।

স্পেসএক্স সিইও ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টটি ২ কোটি ৩০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৪ লাখ ৪৮ হাজার এবং ১৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। কমেন্টে কেউ ছবিটিকে ‘সুন্দর’ বলেছেন। আবার অন্যরা লিল এক্সকে ‘কিউটি’ বলেছেন। 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি খুবই আদরের ছবি!’ আরেকজন লিখেছেন, ‘সেরা ট্রেনিং পার্টনার!’ 

অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওতো খুব সুন্দর...ওর সঙ্গে আরও ছবি শেয়ার করুন, ইলন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! বাচ্চারা সেরা, এটি একটা চমৎকার ওয়ার্কআউট!’

উল্লেখ্য, গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি।

জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান। 

গত বছরের অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেছিলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন। 

মার্ক জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মে মাসে সোনা ও রূপার মেডেল জিতেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত