টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক টুইটারে ছেলে ‘এক্স এ ই এ-১২’–এর সঙ্গে একটি ছবি টুইটারে আপলোড করেছেন। পোস্টের ক্যাপশনে মাস্ক লিখেছেন, ‘আমার স্পারিং পার্টনারের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন’।
মাস্ক ছেলেকে আদর করে ‘লিল এক্স’ বলে সম্বোধন করেন। ছবিতে মাস্ককে তাঁর ছোট ছেলে এক্সের সঙ্গে মজার ছলে মার্শাল আর্টে ব্যস্ত থাকতে দেখা গেছে। মিষ্টি এ মুহূর্তে বাবা ও ছেলেকে সাধারণ পোশাকেই দেখা গেছে।
স্পেসএক্স সিইও ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টটি ২ কোটি ৩০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৪ লাখ ৪৮ হাজার এবং ১৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। কমেন্টে কেউ ছবিটিকে ‘সুন্দর’ বলেছেন। আবার অন্যরা লিল এক্সকে ‘কিউটি’ বলেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি খুবই আদরের ছবি!’ আরেকজন লিখেছেন, ‘সেরা ট্রেনিং পার্টনার!’
অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওতো খুব সুন্দর...ওর সঙ্গে আরও ছবি শেয়ার করুন, ইলন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! বাচ্চারা সেরা, এটি একটা চমৎকার ওয়ার্কআউট!’
উল্লেখ্য, গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি।
জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।
গত বছরের অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেছিলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।
মার্ক জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মে মাসে সোনা ও রূপার মেডেল জিতেছেন।
টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক টুইটারে ছেলে ‘এক্স এ ই এ-১২’–এর সঙ্গে একটি ছবি টুইটারে আপলোড করেছেন। পোস্টের ক্যাপশনে মাস্ক লিখেছেন, ‘আমার স্পারিং পার্টনারের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন’।
মাস্ক ছেলেকে আদর করে ‘লিল এক্স’ বলে সম্বোধন করেন। ছবিতে মাস্ককে তাঁর ছোট ছেলে এক্সের সঙ্গে মজার ছলে মার্শাল আর্টে ব্যস্ত থাকতে দেখা গেছে। মিষ্টি এ মুহূর্তে বাবা ও ছেলেকে সাধারণ পোশাকেই দেখা গেছে।
স্পেসএক্স সিইও ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টটি ২ কোটি ৩০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৪ লাখ ৪৮ হাজার এবং ১৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। কমেন্টে কেউ ছবিটিকে ‘সুন্দর’ বলেছেন। আবার অন্যরা লিল এক্সকে ‘কিউটি’ বলেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি খুবই আদরের ছবি!’ আরেকজন লিখেছেন, ‘সেরা ট্রেনিং পার্টনার!’
অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওতো খুব সুন্দর...ওর সঙ্গে আরও ছবি শেয়ার করুন, ইলন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! বাচ্চারা সেরা, এটি একটা চমৎকার ওয়ার্কআউট!’
উল্লেখ্য, গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি।
জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।
গত বছরের অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেছিলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।
মার্ক জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মে মাসে সোনা ও রূপার মেডেল জিতেছেন।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে