কোভিড মহামারির সময় এবং পরে অনেক কোম্পানিই যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ছেড়ে চলে গেছে। কিন্তু এই শহরকে ভালোবেসে থেকে যেতে চান ইলন মাস্ক। গতকাল রোববারই এমন টুইট করেছেন তিনি। যদিও তাঁর জ্বলজ্বলে ‘এক্স’ লোগো নিয়ে এই মধ্যে বিরক্ত প্রতিবেশীরা। তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সানফ্রান্সিসকোতে ইলন মাস্কের ‘এক্স’ কোম্পানির মার্কেট স্ট্রিট হেডকোয়ার্টারের ছাদে জ্বলজ্বলে ‘এক্স’ লোগো বসানো হয়েছে। চোখ ধাঁধানো এমন আলোয় বিরক্ত ভবনের আশপাশের প্রতিবেশীরা। সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শন বিভাগকে অভিযোগ দিয়েছেন তাঁরা। সংস্থাটি অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, নতুন নাম নিয়ে এই কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতেই থাকবে। একের পর এক কোম্পানি সানফ্রান্সিসকো থেকে চলে যাওয়ার ঘটনাকে ‘ডুম স্পাইরাল’ বলে অভিহিত করেছেন তিনি।
ইলন মাস্ক তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সদর দপ্তর ২০২১ সালে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেন। এক্স কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতে রাখার সিদ্ধান্ত শহরটির জন্যই ভালো হবে। কারণ করোনা মহামারির পর থেকে শহরটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
মাস্ক এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘সুন্দর সানফ্রান্সিসকো, সবাই তোমাকে ছেড়ে গেলেও আমরা সব সময় তোমার বন্ধু থাকব।’
তবে, স্পষ্টত সানফ্রান্সিসকোর সব বাসিন্দা মাস্কের বন্ধুত্বের আহ্বানে আগ্রহী নয়। বিশাল জ্বলজ্বলে ‘এক্স’ লোগোটির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভবনটির বিপরীতে বসবাসকারী প্যাট্রিসিয়া ওয়ালিংগা মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে বলেন, ‘জ্বলজ্বলে লোগোটি বিপজ্জনক এবং ভাঁড়ামির প্রদর্শন।’ তিনি আরও বলেন, তিনি প্রথমে আলোটিকে আকাশে বজ্র চমকানো ভেবেছিলেন। জানালার পাশে গিয়ে কিছু না দেখতে পেয়ে আলোটিকে পুলিশের সাইরেন মনে করেছিলেন।
সানফ্রান্সিসকোর অ্যাটর্নি জর্জ উলফ সিবিএসকে বলেন, বাসিন্দাদের এ ধরনের কাজকে গ্রহণ বা বর্জনের অধিকার রয়েছে। তিনি মাস্কের এই কাজকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাস্কের কাজের ধরনই হলো প্রথমে ভাঙা, পরে আবার সেটি ঠিকঠাক করা!’
সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শকেরা বলছেন, এখানে স্পষ্ট আইন লঙ্ঘিত হয়েছে।
একজন পরিদর্শক প্রতিবেদনে বলেছেন, তদন্তকারীরা দুইবার চেষ্টা করে কোম্পানির প্রতিনিধিদের বাধা ভেতরে প্রবেশ করতে পারেননি। একজন প্রতিনিধি তদন্তকারীদের জানান, জ্বল জ্বলে লোগোটি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
তবে একজন প্রতিবেশী গতকাল রোববার রাতে টুইট করে জানিয়েছেন, জ্বলজ্বলে লোগোটি আর নেই।
কোভিড মহামারির সময় এবং পরে অনেক কোম্পানিই যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ছেড়ে চলে গেছে। কিন্তু এই শহরকে ভালোবেসে থেকে যেতে চান ইলন মাস্ক। গতকাল রোববারই এমন টুইট করেছেন তিনি। যদিও তাঁর জ্বলজ্বলে ‘এক্স’ লোগো নিয়ে এই মধ্যে বিরক্ত প্রতিবেশীরা। তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সানফ্রান্সিসকোতে ইলন মাস্কের ‘এক্স’ কোম্পানির মার্কেট স্ট্রিট হেডকোয়ার্টারের ছাদে জ্বলজ্বলে ‘এক্স’ লোগো বসানো হয়েছে। চোখ ধাঁধানো এমন আলোয় বিরক্ত ভবনের আশপাশের প্রতিবেশীরা। সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শন বিভাগকে অভিযোগ দিয়েছেন তাঁরা। সংস্থাটি অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, নতুন নাম নিয়ে এই কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতেই থাকবে। একের পর এক কোম্পানি সানফ্রান্সিসকো থেকে চলে যাওয়ার ঘটনাকে ‘ডুম স্পাইরাল’ বলে অভিহিত করেছেন তিনি।
ইলন মাস্ক তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সদর দপ্তর ২০২১ সালে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেন। এক্স কোম্পানির সদর দপ্তর সানফ্রান্সিসকোতে রাখার সিদ্ধান্ত শহরটির জন্যই ভালো হবে। কারণ করোনা মহামারির পর থেকে শহরটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
মাস্ক এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘সুন্দর সানফ্রান্সিসকো, সবাই তোমাকে ছেড়ে গেলেও আমরা সব সময় তোমার বন্ধু থাকব।’
তবে, স্পষ্টত সানফ্রান্সিসকোর সব বাসিন্দা মাস্কের বন্ধুত্বের আহ্বানে আগ্রহী নয়। বিশাল জ্বলজ্বলে ‘এক্স’ লোগোটির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভবনটির বিপরীতে বসবাসকারী প্যাট্রিসিয়া ওয়ালিংগা মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে বলেন, ‘জ্বলজ্বলে লোগোটি বিপজ্জনক এবং ভাঁড়ামির প্রদর্শন।’ তিনি আরও বলেন, তিনি প্রথমে আলোটিকে আকাশে বজ্র চমকানো ভেবেছিলেন। জানালার পাশে গিয়ে কিছু না দেখতে পেয়ে আলোটিকে পুলিশের সাইরেন মনে করেছিলেন।
সানফ্রান্সিসকোর অ্যাটর্নি জর্জ উলফ সিবিএসকে বলেন, বাসিন্দাদের এ ধরনের কাজকে গ্রহণ বা বর্জনের অধিকার রয়েছে। তিনি মাস্কের এই কাজকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাস্কের কাজের ধরনই হলো প্রথমে ভাঙা, পরে আবার সেটি ঠিকঠাক করা!’
সানফ্রান্সিসকোর ভবন পরিদর্শকেরা বলছেন, এখানে স্পষ্ট আইন লঙ্ঘিত হয়েছে।
একজন পরিদর্শক প্রতিবেদনে বলেছেন, তদন্তকারীরা দুইবার চেষ্টা করে কোম্পানির প্রতিনিধিদের বাধা ভেতরে প্রবেশ করতে পারেননি। একজন প্রতিনিধি তদন্তকারীদের জানান, জ্বল জ্বলে লোগোটি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
তবে একজন প্রতিবেশী গতকাল রোববার রাতে টুইট করে জানিয়েছেন, জ্বলজ্বলে লোগোটি আর নেই।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে