মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। এখন গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন অংশ যুক্ত হওয়া যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ কলে বেশ কয়েকটি ফিচার উন্নত করা হয়েছে। এ সুবিধাগুলো বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা ভার্সনের ব্লগ ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল ফিচারটিতে ছোট কিছু পরিবর্তন এনেছে। ফোনের স্ক্রিনে আর কল লিংক অপশনটি দেখা যাবে না। এর পরিবর্তে, একের বেশি ব্যবহারকারীকে কল করার ফিচার সম্পর্কিত বার্তা দেখানো হবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপের ভাসমান অ্যাকশন বাটনটির পরিবর্তে প্লাস আইকন যুক্ত করা করা হয়েছে।
চ্যাটিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আগে গ্রুপ কলে ৩২ জনের মতো একসঙ্গে যুক্ত হওয়া যেত। কিন্তু পরের আপডেটগুলোতে সেই সংখ্যা ১৫–এ নামিয়ে আনা হয়।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা গ্রুপ কলের শুরুতেই ৩২ জন অংশগ্রহণকারী বাছাই করতে পারবেন।
প্রতিবেদন বলছে, ৩২ জন অংশগ্রহণকারী নিয়ে গ্রুপ কল ও কল ট্যাবে কয়েকটি পরিবর্তন নিয়ে নতুন ফিচারটি শুধু সীমিত সংখ্যক কয়েকটি বেটা টেস্টারেই পাওয়া যাবে। শিগগিরই এটি আরও অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য ‘অটোমেটিক সিকিউরিটি কোড ভেরিফিকেশন’ নামের একটি ফিচার যুক্ত করা হচ্ছে যা অ্যান্ড্রয়েডের সীমিত কয়েকটি বেটা টেস্টারে পাওয়া যাচ্ছে।
এ ফিচারের মাধ্যমে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই কোনো বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় কি না তা ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই যাচাই করে দেখবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘কি ট্রান্সপারেন্সি’। এতে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে।
গ্রুপ চ্যাট থেকে গ্রুপ ভয়েস কল করবেন যেভাবে
CALLS ট্যাব থেকে গ্রুপ ভয়েস কল
হোয়াটসঅ্যাপ ওপেন করে CALLS ট্যাবে ট্যাপ করুন।
ট্যাপ করুন New call > New group call.
গ্রুপ কলে যাদের যুক্ত করতে চান কন্টাক্ট থেকে তাঁদের যুক্ত করুন। এরপর Voice call–এর ট্যাপ করুন।
মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। এখন গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন অংশ যুক্ত হওয়া যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ কলে বেশ কয়েকটি ফিচার উন্নত করা হয়েছে। এ সুবিধাগুলো বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা ভার্সনের ব্লগ ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল ফিচারটিতে ছোট কিছু পরিবর্তন এনেছে। ফোনের স্ক্রিনে আর কল লিংক অপশনটি দেখা যাবে না। এর পরিবর্তে, একের বেশি ব্যবহারকারীকে কল করার ফিচার সম্পর্কিত বার্তা দেখানো হবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপের ভাসমান অ্যাকশন বাটনটির পরিবর্তে প্লাস আইকন যুক্ত করা করা হয়েছে।
চ্যাটিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আগে গ্রুপ কলে ৩২ জনের মতো একসঙ্গে যুক্ত হওয়া যেত। কিন্তু পরের আপডেটগুলোতে সেই সংখ্যা ১৫–এ নামিয়ে আনা হয়।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা গ্রুপ কলের শুরুতেই ৩২ জন অংশগ্রহণকারী বাছাই করতে পারবেন।
প্রতিবেদন বলছে, ৩২ জন অংশগ্রহণকারী নিয়ে গ্রুপ কল ও কল ট্যাবে কয়েকটি পরিবর্তন নিয়ে নতুন ফিচারটি শুধু সীমিত সংখ্যক কয়েকটি বেটা টেস্টারেই পাওয়া যাবে। শিগগিরই এটি আরও অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য ‘অটোমেটিক সিকিউরিটি কোড ভেরিফিকেশন’ নামের একটি ফিচার যুক্ত করা হচ্ছে যা অ্যান্ড্রয়েডের সীমিত কয়েকটি বেটা টেস্টারে পাওয়া যাচ্ছে।
এ ফিচারের মাধ্যমে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই কোনো বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় কি না তা ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই যাচাই করে দেখবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘কি ট্রান্সপারেন্সি’। এতে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে।
গ্রুপ চ্যাট থেকে গ্রুপ ভয়েস কল করবেন যেভাবে
CALLS ট্যাব থেকে গ্রুপ ভয়েস কল
হোয়াটসঅ্যাপ ওপেন করে CALLS ট্যাবে ট্যাপ করুন।
ট্যাপ করুন New call > New group call.
গ্রুপ কলে যাদের যুক্ত করতে চান কন্টাক্ট থেকে তাঁদের যুক্ত করুন। এরপর Voice call–এর ট্যাপ করুন।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে