সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের জন্য ফি দিতে হতে পারে। সব ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে ব্যবহারের ব্যবস্থা করলে এ প্ল্যাটফর্মে বট, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা নকল অ্যাকাউন্টের উৎপাত রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন মাস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে সেবার আওতায় আনার কথা উল্লেখ করেন। বর্তমানে শুধু সাবস্ক্রিপশন পরিষেবা এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আইফোনে এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ও যুক্তরাজ্যে ১১ পাউন্ড পরিশোধ করতে হয়। অর্থের বিনিময়ে দেওয়া সুবিধাগুলোর মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্ট চেকমার্ক উল্লেখযোগ্য।
মাস্ক বলেন, ‘আমরা এ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিবর্তে অল্প পরিমাণে মাসিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বট সেটআপে খুবই কম পয়সা খরচ হয়। তাই কয়েক ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা করলে বট তৈরিকারীরা এ সফটওয়্যার থেকে দূরে থাকবে। এ ছাড়াও বট তৈরিকারী যতবার বট তৈরি করতে যাবে তাঁকে ভিন্ন অর্থ পরিশোধের পদ্ধতি অবলম্বন করতে হবে।’
কোনো পূর্ব চিন্তা ছাড়া এর আগেও অনেক বক্তব্য মাস্ক দিয়েছেন, যা পরে আর বাস্তবায়িত হয়নি। তাই অর্থ পরিশোধ নীতি নিয়েও এ প্ল্যাটফর্ম কতটা নিশ্চিত তাঁর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সংস্থাটির কাছে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হয়েছে।
মাস্ক বলেন, এক্স প্ল্যাটফর্মের মাসিক ৫৫ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা দৈনিক ২ কোটি পোস্ট করেন। অর্থায়নের আওতায় আনার যোগ্য দৈনিক ব্যবহারকারীর সংখ্যা নিশ্চিত করতে এর আগে এই প্ল্যাটফর্ম ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। মাস্ক কিনে নেওয়ার আগে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের জন্য ফি দিতে হতে পারে। সব ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে ব্যবহারের ব্যবস্থা করলে এ প্ল্যাটফর্মে বট, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা নকল অ্যাকাউন্টের উৎপাত রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন মাস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে সেবার আওতায় আনার কথা উল্লেখ করেন। বর্তমানে শুধু সাবস্ক্রিপশন পরিষেবা এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আইফোনে এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ও যুক্তরাজ্যে ১১ পাউন্ড পরিশোধ করতে হয়। অর্থের বিনিময়ে দেওয়া সুবিধাগুলোর মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্ট চেকমার্ক উল্লেখযোগ্য।
মাস্ক বলেন, ‘আমরা এ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিবর্তে অল্প পরিমাণে মাসিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বট সেটআপে খুবই কম পয়সা খরচ হয়। তাই কয়েক ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা করলে বট তৈরিকারীরা এ সফটওয়্যার থেকে দূরে থাকবে। এ ছাড়াও বট তৈরিকারী যতবার বট তৈরি করতে যাবে তাঁকে ভিন্ন অর্থ পরিশোধের পদ্ধতি অবলম্বন করতে হবে।’
কোনো পূর্ব চিন্তা ছাড়া এর আগেও অনেক বক্তব্য মাস্ক দিয়েছেন, যা পরে আর বাস্তবায়িত হয়নি। তাই অর্থ পরিশোধ নীতি নিয়েও এ প্ল্যাটফর্ম কতটা নিশ্চিত তাঁর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সংস্থাটির কাছে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হয়েছে।
মাস্ক বলেন, এক্স প্ল্যাটফর্মের মাসিক ৫৫ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা দৈনিক ২ কোটি পোস্ট করেন। অর্থায়নের আওতায় আনার যোগ্য দৈনিক ব্যবহারকারীর সংখ্যা নিশ্চিত করতে এর আগে এই প্ল্যাটফর্ম ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। মাস্ক কিনে নেওয়ার আগে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ।
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
২২ মিনিট আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
১ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৪ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৬ ঘণ্টা আগে