সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের জন্য ফি দিতে হতে পারে। সব ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে ব্যবহারের ব্যবস্থা করলে এ প্ল্যাটফর্মে বট, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা নকল অ্যাকাউন্টের উৎপাত রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন মাস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে সেবার আওতায় আনার কথা উল্লেখ করেন। বর্তমানে শুধু সাবস্ক্রিপশন পরিষেবা এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আইফোনে এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ও যুক্তরাজ্যে ১১ পাউন্ড পরিশোধ করতে হয়। অর্থের বিনিময়ে দেওয়া সুবিধাগুলোর মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্ট চেকমার্ক উল্লেখযোগ্য।
মাস্ক বলেন, ‘আমরা এ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিবর্তে অল্প পরিমাণে মাসিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বট সেটআপে খুবই কম পয়সা খরচ হয়। তাই কয়েক ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা করলে বট তৈরিকারীরা এ সফটওয়্যার থেকে দূরে থাকবে। এ ছাড়াও বট তৈরিকারী যতবার বট তৈরি করতে যাবে তাঁকে ভিন্ন অর্থ পরিশোধের পদ্ধতি অবলম্বন করতে হবে।’
কোনো পূর্ব চিন্তা ছাড়া এর আগেও অনেক বক্তব্য মাস্ক দিয়েছেন, যা পরে আর বাস্তবায়িত হয়নি। তাই অর্থ পরিশোধ নীতি নিয়েও এ প্ল্যাটফর্ম কতটা নিশ্চিত তাঁর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সংস্থাটির কাছে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হয়েছে।
মাস্ক বলেন, এক্স প্ল্যাটফর্মের মাসিক ৫৫ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা দৈনিক ২ কোটি পোস্ট করেন। অর্থায়নের আওতায় আনার যোগ্য দৈনিক ব্যবহারকারীর সংখ্যা নিশ্চিত করতে এর আগে এই প্ল্যাটফর্ম ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। মাস্ক কিনে নেওয়ার আগে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের জন্য ফি দিতে হতে পারে। সব ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে ব্যবহারের ব্যবস্থা করলে এ প্ল্যাটফর্মে বট, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা নকল অ্যাকাউন্টের উৎপাত রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন মাস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে সেবার আওতায় আনার কথা উল্লেখ করেন। বর্তমানে শুধু সাবস্ক্রিপশন পরিষেবা এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আইফোনে এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ও যুক্তরাজ্যে ১১ পাউন্ড পরিশোধ করতে হয়। অর্থের বিনিময়ে দেওয়া সুবিধাগুলোর মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্ট চেকমার্ক উল্লেখযোগ্য।
মাস্ক বলেন, ‘আমরা এ প্ল্যাটফর্ম ব্যবহারের পরিবর্তে অল্প পরিমাণে মাসিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। বট সেটআপে খুবই কম পয়সা খরচ হয়। তাই কয়েক ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা করলে বট তৈরিকারীরা এ সফটওয়্যার থেকে দূরে থাকবে। এ ছাড়াও বট তৈরিকারী যতবার বট তৈরি করতে যাবে তাঁকে ভিন্ন অর্থ পরিশোধের পদ্ধতি অবলম্বন করতে হবে।’
কোনো পূর্ব চিন্তা ছাড়া এর আগেও অনেক বক্তব্য মাস্ক দিয়েছেন, যা পরে আর বাস্তবায়িত হয়নি। তাই অর্থ পরিশোধ নীতি নিয়েও এ প্ল্যাটফর্ম কতটা নিশ্চিত তাঁর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সংস্থাটির কাছে এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হয়েছে।
মাস্ক বলেন, এক্স প্ল্যাটফর্মের মাসিক ৫৫ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা দৈনিক ২ কোটি পোস্ট করেন। অর্থায়নের আওতায় আনার যোগ্য দৈনিক ব্যবহারকারীর সংখ্যা নিশ্চিত করতে এর আগে এই প্ল্যাটফর্ম ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। মাস্ক কিনে নেওয়ার আগে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে