প্রযুক্তি ডেস্ক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৮ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৪ ঘণ্টা আগে