প্রযুক্তি ডেস্ক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে