অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক গ্রুপ একটি শক্তিশালী অনলাইন কমিউনিটি গঠনের মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তিগত, পেশাগত বা শখের কারণে গঠিত এই গ্রুপগুলো তথ্য বিনিময়, আলোচনা ও মতামত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি সফল ও সুসংগঠিত ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
গ্রুপের সদস্যরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, অপ্রাসঙ্গিক বা ক্ষতিকর পোস্ট না করেন এবং একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখেন—এ জন্য নিয়মাবলি অত্যন্ত কার্যকর। এই নিয়মগুলো শুধু সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে না, বরং গ্রুপ অ্যাডমিনদেরও সুশৃঙ্খলভাবে গ্রুপ পরিচালনায় সহায়তা করে। সঠিকভাবে গঠিত নিয়ম একটি গ্রুপকে দীর্ঘ মেয়াদে সক্রিয় ও প্রাসঙ্গিক রাখতে সাহায্য করে।
ফেসবুক গ্রুপের নিয়ম সেট করতে হলে আপনাকে অবশ্যই সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে। এই নিয়মগুলো সেট করার পর পরে প্রয়োজন অনুসারে সেগুলো এডিটও করা যাবে। ফেসবুক গ্রুপে নিয়ম সেট করলে সেই নিয়মগুলো গ্রুপে অ্যাড হওয়ার রিকোয়েস্ট দেওয়ার সময় নতুন সদস্যরা তা দেখতে পারেন।
ফেসবুক গ্রুপের নিয়ম সেট করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার নিচের দিকে স্ক্রল করে ‘টুল শর্টকাটস’ সেকশন খুঁজে বের করুন।
৮. এখন এই সেকশনের নিচে থাকা ‘সি অল টুলস’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার ‘মডারেশন’ সেকশনের আওতায় থাকা ‘গ্রুপ রুলস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে গ্রুপের নিয়ম সেট করার জন্য একটি পেজ চালু হবে।
১০. এই পেজে ফেসবুকের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম আগে থেকেই থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন। অথবা নিজেই নিয়ম তৈরি করে তা সেট করতে পারেন।
ফেসবুকের পরামর্শ অনুযায়ী নিয়মগুলো সেট করার জন্য যেকোনো নিয়মের ওপর ট্যাপ করুন। এখন এই নিয়মের কিছু অংশ চাইলে এডিটও করতে পারেন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
নিজের মতো করে নিয়ম সেট করার জন্য ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন। এবার ‘গ্রুপ রুলস সামারি’ অংশে নিয়মটির গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরুন। এরপর চাইলে ‘অ্যাডিশনাল রুলস ডিটেলস’ থেকে নিয়মটির জন্য অতিরিক্ত তথ্য যুক্ত করুন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এভাবে আরেকটি নিয়ম যুক্ত করার জন্য নিচের দিকে থাকা ‘ক্রিয়েট আনাদার রুলস’ অপশনে ট্যাপ করুন।
১২. এরপর সব নিয়ম তৈরি হলে বাম পাশে থাকা ‘রিভিউ’ বাটনে ট্যাপ করুন।
১৩. এবার ‘পাবলিশ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপের জন্য প্রয়োজনীয় নিয়ম সেট করতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক গ্রুপ একটি শক্তিশালী অনলাইন কমিউনিটি গঠনের মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তিগত, পেশাগত বা শখের কারণে গঠিত এই গ্রুপগুলো তথ্য বিনিময়, আলোচনা ও মতামত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি সফল ও সুসংগঠিত ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
গ্রুপের সদস্যরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, অপ্রাসঙ্গিক বা ক্ষতিকর পোস্ট না করেন এবং একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখেন—এ জন্য নিয়মাবলি অত্যন্ত কার্যকর। এই নিয়মগুলো শুধু সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে না, বরং গ্রুপ অ্যাডমিনদেরও সুশৃঙ্খলভাবে গ্রুপ পরিচালনায় সহায়তা করে। সঠিকভাবে গঠিত নিয়ম একটি গ্রুপকে দীর্ঘ মেয়াদে সক্রিয় ও প্রাসঙ্গিক রাখতে সাহায্য করে।
ফেসবুক গ্রুপের নিয়ম সেট করতে হলে আপনাকে অবশ্যই সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে। এই নিয়মগুলো সেট করার পর পরে প্রয়োজন অনুসারে সেগুলো এডিটও করা যাবে। ফেসবুক গ্রুপে নিয়ম সেট করলে সেই নিয়মগুলো গ্রুপে অ্যাড হওয়ার রিকোয়েস্ট দেওয়ার সময় নতুন সদস্যরা তা দেখতে পারেন।
ফেসবুক গ্রুপের নিয়ম সেট করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার নিচের দিকে স্ক্রল করে ‘টুল শর্টকাটস’ সেকশন খুঁজে বের করুন।
৮. এখন এই সেকশনের নিচে থাকা ‘সি অল টুলস’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার ‘মডারেশন’ সেকশনের আওতায় থাকা ‘গ্রুপ রুলস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে গ্রুপের নিয়ম সেট করার জন্য একটি পেজ চালু হবে।
১০. এই পেজে ফেসবুকের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম আগে থেকেই থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন। অথবা নিজেই নিয়ম তৈরি করে তা সেট করতে পারেন।
ফেসবুকের পরামর্শ অনুযায়ী নিয়মগুলো সেট করার জন্য যেকোনো নিয়মের ওপর ট্যাপ করুন। এখন এই নিয়মের কিছু অংশ চাইলে এডিটও করতে পারেন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
নিজের মতো করে নিয়ম সেট করার জন্য ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন। এবার ‘গ্রুপ রুলস সামারি’ অংশে নিয়মটির গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরুন। এরপর চাইলে ‘অ্যাডিশনাল রুলস ডিটেলস’ থেকে নিয়মটির জন্য অতিরিক্ত তথ্য যুক্ত করুন। এরপর ওপরের ডান দিকে থাকা নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এভাবে আরেকটি নিয়ম যুক্ত করার জন্য নিচের দিকে থাকা ‘ক্রিয়েট আনাদার রুলস’ অপশনে ট্যাপ করুন।
১২. এরপর সব নিয়ম তৈরি হলে বাম পাশে থাকা ‘রিভিউ’ বাটনে ট্যাপ করুন।
১৩. এবার ‘পাবলিশ’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপের জন্য প্রয়োজনীয় নিয়ম সেট করতে পারবেন।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে