আজকের পত্রিকা ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রিও করতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেস কী
ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম, যা সরাসরি ফেসবুক অ্যাপে পাওয়া যায়। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য, যেমন—ইলেকট্রনিকস, গৃহস্থালি জিনিসপত্র, পোশাক, গাড়ি, জমি, এমনকি চাকরির বিজ্ঞাপনও দিয়ে থাকে। এটি ব্যবহার করা একেবারে সহজ এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই পরিচালিত হয়, যার ফলে বিক্রেতা বা ক্রেতার পরিচয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।
ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুকে লগইন করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এই অপশনটি আইফোনের নিচের ডান দিকে থাকবে।
৩. এখন মেনু থেকে ‘মার্কেটপ্লেস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার পণ্য খোঁজার জন্য ওপরের দিকে থাকা সার্চ আইকোনে ট্যাপ করুন এবং পছন্দ অনুযায়ী পণ্যের নাম টাইপ করুন।
৫. এ ছাড়া ক্যাটাগরি অনুযায়ী পণ্য দেখতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ক্যাটাগরি অপশনে ট্যাপ করুন।
৬. স্ক্রল করে পছন্দের ক্যাটাগরি খুঁজে (যেমন—‘গাড়ি, ইলেকট্রনিকস, হোম অ্যান্ড গার্ডেন) বের করুন এবং এতে ট্যাপ করুন।
৭. এখন পণ্যের বিবরণ, ছবি, মূল্য এবং বিক্রেতার প্রোফাইল খুঁটিয়ে দেখুন।
৮. পণ্য সম্পর্কে আরও কিছু জানতে চাইলে ‘সেন্ড সেলার অ্যা মেসেজ’-এর নিচের থাকা টেক্সট বক্সে প্রশ্ন করুন। এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন।
৯. এর পর থেকে মেসেঞ্জারেই বিক্রেতার সঙ্গে চ্যাট করতে পারবেন।
১০. এ ছাড়া পণ্যটি সেভ করে রাখতে পারবেন। এ জন্য ‘সেভ’ বাটনে ট্যাপ করতে হবে।
সতর্কতা ও পরামর্শ
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রিও করতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেস কী
ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম, যা সরাসরি ফেসবুক অ্যাপে পাওয়া যায়। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য, যেমন—ইলেকট্রনিকস, গৃহস্থালি জিনিসপত্র, পোশাক, গাড়ি, জমি, এমনকি চাকরির বিজ্ঞাপনও দিয়ে থাকে। এটি ব্যবহার করা একেবারে সহজ এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই পরিচালিত হয়, যার ফলে বিক্রেতা বা ক্রেতার পরিচয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।
ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুকে লগইন করুন।
২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এই অপশনটি আইফোনের নিচের ডান দিকে থাকবে।
৩. এখন মেনু থেকে ‘মার্কেটপ্লেস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার পণ্য খোঁজার জন্য ওপরের দিকে থাকা সার্চ আইকোনে ট্যাপ করুন এবং পছন্দ অনুযায়ী পণ্যের নাম টাইপ করুন।
৫. এ ছাড়া ক্যাটাগরি অনুযায়ী পণ্য দেখতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ক্যাটাগরি অপশনে ট্যাপ করুন।
৬. স্ক্রল করে পছন্দের ক্যাটাগরি খুঁজে (যেমন—‘গাড়ি, ইলেকট্রনিকস, হোম অ্যান্ড গার্ডেন) বের করুন এবং এতে ট্যাপ করুন।
৭. এখন পণ্যের বিবরণ, ছবি, মূল্য এবং বিক্রেতার প্রোফাইল খুঁটিয়ে দেখুন।
৮. পণ্য সম্পর্কে আরও কিছু জানতে চাইলে ‘সেন্ড সেলার অ্যা মেসেজ’-এর নিচের থাকা টেক্সট বক্সে প্রশ্ন করুন। এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন।
৯. এর পর থেকে মেসেঞ্জারেই বিক্রেতার সঙ্গে চ্যাট করতে পারবেন।
১০. এ ছাড়া পণ্যটি সেভ করে রাখতে পারবেন। এ জন্য ‘সেভ’ বাটনে ট্যাপ করতে হবে।
সতর্কতা ও পরামর্শ
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে