আজকের পত্রিকা ডেস্ক
জরুরি পরিস্থিতিতে ফোনে নেটওয়ার্ক না পেলে বেশির ভাগ মানুষ বিরক্ত হন; বিশেষ করে যখন একই জায়গায়, একই পরিষেবা ব্যবহার করে অন্যদের ফোনে নেটওয়ার্ক দেখা যায়। এ সমস্যার জন্য কল করা, মেসেজ পাঠানো কিংবা ইন্টারনেট চালানো কঠিন হয়ে পড়ে।
তাই ফোনে নেটওয়ার্ক-সংক্রান্ত সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমাধান জানা অত্যন্ত জরুরি। পরিষেবা ঠিক থাকলেও কিছু ডিভাইসে নেটওয়ার্কের সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যা সমাধানে যা করতে পারেন—
১. ফোনটি রিস্টার্ট দিন
সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো, ফোনটি একবার বন্ধ করে আবার চালু করা। এতে ফোনের অভ্যন্তরীণ প্রসেসগুলো রিফ্রেশ হয় এবং অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। ফোনটি রিস্টার্ট দেওয়ার জন্য পাওয়ার বাটন চেপে ফোনটি বন্ধ করে ৩০ সেকেন্ড অপেক্ষায় থাকুন। এরপর পাওয়ার বাটন চেপে ফোনটি আবার চালু করুন।
২. এয়ারপ্লেন মোড চালু ও বন্ধ করুন
এয়ারপ্লেন মোড অন-অফ করার মাধ্যমে ফোন নতুন করে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। হোম স্ক্রিনের ওপরের অংশ থেকে ডাউন সোয়াইপ করে কুইক সেটিংস খুলুন। এরপর প্লেনের মতো আইকন খুঁজে নিয়ে সেটির ওপর ট্যাপ করুন। কয়েক সেকেন্ড পর আবার ট্যাপ করে নিন।
৩. নিজে থেকে নেটওয়ার্ক বেছে নিন
অনেক সময় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক নেটওয়ার্ক বেছে নিতে পারে না। তাই নিজেই সঠিক নেটওয়ার্ক নির্বাচন করুন। এ জন্য সেটিংস থেকে কানেকশনস অপশনে যান। এরপর মোবাইল নেটওয়ার্কস অপশন থেকে নেটওয়ার্কস অপারেটরস অপশনে গিয়ে আপনার মোবাইল অপারেটরটি নির্বাচন করুন।
৪. সিম কার্ড খুলে পুনরায় লাগান
সিম কার্ডটি যদি ঠিকভাবে বসানো না থাকে, তাহলে ফোন নেটওয়ার্ক ধরতে ব্যর্থ হতে পারে। তাই ফোন বন্ধ করে সিম কার্ডটি বের করে কোনো নরম কাপড় দিয়ে আলতো হাতে সিমটি পরিষ্কার করুন। সিম কার্ড ট্রেতে আবার সঠিকভাবে বসান। ফোন চালু করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কি না।
অনেক সময় সিম কার্ডে বেশি আঁচড় পড়লে বা নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাই সিম কার্ডটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
৫. সফটওয়্যার আপডেট করুন
পুরোনো সফটওয়্যার অনেক সময় ফোনের পারফরম্যান্স ও নেটওয়ার্ক সংযোগে সমস্যা সৃষ্টি করতে পারে। এ জন্য সফটওয়্যার আপডেট করতে হয়।
সফটওয়্যার আপডেটের জন্য প্রথমে ওয়াই-ফাইয়ের সঙ্গে ফোনটি সংযুক্ত করে নিন। এরপর ফোনের সেটিংস অ্যাপে যান। এরপর সিস্টেম অপশন খুঁজে বের করে তাতে ট্যাপ করুন। এবার ‘চেক ফর আপডেট’ থেকে ফোনের সফটওয়্যার আপডেট রয়েছে কি না, তা যাচাই করে নিন। নতুন আপডেট এলে তা ডাউনলোড ও ইনস্টল করুন।
৬. ফ্যাক্টরি রিসেট করুন
যদি ওপরের সব পদ্ধতিই ব্যর্থ হয়, তাহলে ফোনকে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। তবে মনে রাখবেন, এতে ফোনের সব তথ্য মুছে যাবে, তাই আগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ রাখতে হবে।
৭. সিগন্যাল বার চেক করে নিন এবং নেটওয়ার্ক কভারেজ যাচাই করুন
অনেক সময় ফোনে একেবারে কোনো সিগন্যাল দেখায় না বা ‘নো সার্ভিস’-এর মতো বার্তা দেখা যায়। এসব ক্ষেত্রে ধরে নিতে পারেন, আপনি এমন এলাকায় আছেন যেখানে মোবাইল নেটওয়ার্ক কার্যত নেই বা খুব দুর্বল।
এই পরিস্থিতিতে প্রথমে একটু নড়েচড়ে আশপাশে ভালো সিগন্যাল পাওয়া যায় কি না, তা দেখুন। যদি সম্ভব হয়, আপনার মোবাইল অপারেটরের ওয়েবসাইটে গিয়ে তাদের কভারেজ ম্যাপ দেখে নিতে পারেন। এই ম্যাপ সাধারণত বলে দেয় কোন এলাকায় তাদের নেটওয়ার্ক আছে বা নেই।
জরুরি পরিস্থিতিতে ফোনে নেটওয়ার্ক না পেলে বেশির ভাগ মানুষ বিরক্ত হন; বিশেষ করে যখন একই জায়গায়, একই পরিষেবা ব্যবহার করে অন্যদের ফোনে নেটওয়ার্ক দেখা যায়। এ সমস্যার জন্য কল করা, মেসেজ পাঠানো কিংবা ইন্টারনেট চালানো কঠিন হয়ে পড়ে।
তাই ফোনে নেটওয়ার্ক-সংক্রান্ত সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমাধান জানা অত্যন্ত জরুরি। পরিষেবা ঠিক থাকলেও কিছু ডিভাইসে নেটওয়ার্কের সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যা সমাধানে যা করতে পারেন—
১. ফোনটি রিস্টার্ট দিন
সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো, ফোনটি একবার বন্ধ করে আবার চালু করা। এতে ফোনের অভ্যন্তরীণ প্রসেসগুলো রিফ্রেশ হয় এবং অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। ফোনটি রিস্টার্ট দেওয়ার জন্য পাওয়ার বাটন চেপে ফোনটি বন্ধ করে ৩০ সেকেন্ড অপেক্ষায় থাকুন। এরপর পাওয়ার বাটন চেপে ফোনটি আবার চালু করুন।
২. এয়ারপ্লেন মোড চালু ও বন্ধ করুন
এয়ারপ্লেন মোড অন-অফ করার মাধ্যমে ফোন নতুন করে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। হোম স্ক্রিনের ওপরের অংশ থেকে ডাউন সোয়াইপ করে কুইক সেটিংস খুলুন। এরপর প্লেনের মতো আইকন খুঁজে নিয়ে সেটির ওপর ট্যাপ করুন। কয়েক সেকেন্ড পর আবার ট্যাপ করে নিন।
৩. নিজে থেকে নেটওয়ার্ক বেছে নিন
অনেক সময় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক নেটওয়ার্ক বেছে নিতে পারে না। তাই নিজেই সঠিক নেটওয়ার্ক নির্বাচন করুন। এ জন্য সেটিংস থেকে কানেকশনস অপশনে যান। এরপর মোবাইল নেটওয়ার্কস অপশন থেকে নেটওয়ার্কস অপারেটরস অপশনে গিয়ে আপনার মোবাইল অপারেটরটি নির্বাচন করুন।
৪. সিম কার্ড খুলে পুনরায় লাগান
সিম কার্ডটি যদি ঠিকভাবে বসানো না থাকে, তাহলে ফোন নেটওয়ার্ক ধরতে ব্যর্থ হতে পারে। তাই ফোন বন্ধ করে সিম কার্ডটি বের করে কোনো নরম কাপড় দিয়ে আলতো হাতে সিমটি পরিষ্কার করুন। সিম কার্ড ট্রেতে আবার সঠিকভাবে বসান। ফোন চালু করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কি না।
অনেক সময় সিম কার্ডে বেশি আঁচড় পড়লে বা নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাই সিম কার্ডটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
৫. সফটওয়্যার আপডেট করুন
পুরোনো সফটওয়্যার অনেক সময় ফোনের পারফরম্যান্স ও নেটওয়ার্ক সংযোগে সমস্যা সৃষ্টি করতে পারে। এ জন্য সফটওয়্যার আপডেট করতে হয়।
সফটওয়্যার আপডেটের জন্য প্রথমে ওয়াই-ফাইয়ের সঙ্গে ফোনটি সংযুক্ত করে নিন। এরপর ফোনের সেটিংস অ্যাপে যান। এরপর সিস্টেম অপশন খুঁজে বের করে তাতে ট্যাপ করুন। এবার ‘চেক ফর আপডেট’ থেকে ফোনের সফটওয়্যার আপডেট রয়েছে কি না, তা যাচাই করে নিন। নতুন আপডেট এলে তা ডাউনলোড ও ইনস্টল করুন।
৬. ফ্যাক্টরি রিসেট করুন
যদি ওপরের সব পদ্ধতিই ব্যর্থ হয়, তাহলে ফোনকে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। তবে মনে রাখবেন, এতে ফোনের সব তথ্য মুছে যাবে, তাই আগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ রাখতে হবে।
৭. সিগন্যাল বার চেক করে নিন এবং নেটওয়ার্ক কভারেজ যাচাই করুন
অনেক সময় ফোনে একেবারে কোনো সিগন্যাল দেখায় না বা ‘নো সার্ভিস’-এর মতো বার্তা দেখা যায়। এসব ক্ষেত্রে ধরে নিতে পারেন, আপনি এমন এলাকায় আছেন যেখানে মোবাইল নেটওয়ার্ক কার্যত নেই বা খুব দুর্বল।
এই পরিস্থিতিতে প্রথমে একটু নড়েচড়ে আশপাশে ভালো সিগন্যাল পাওয়া যায় কি না, তা দেখুন। যদি সম্ভব হয়, আপনার মোবাইল অপারেটরের ওয়েবসাইটে গিয়ে তাদের কভারেজ ম্যাপ দেখে নিতে পারেন। এই ম্যাপ সাধারণত বলে দেয় কোন এলাকায় তাদের নেটওয়ার্ক আছে বা নেই।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের পরে এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি হলেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৩ বিলিয়ন ডলারে। গত কয়েক মাসে ওরাকলের শেয়ারমূল্যের ব্যাপক বৃদ্ধির কারণে এলিসনের...
১ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে আলোচিত ও ধুঁকতে থাকা চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল নতুন করে বিনিয়োগ পাওয়ার আশায় অ্যাপলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, অ্যাপলের সঙ্গে ইন্টেল শুধু বিনিয়োগ নয়, আরও ঘনিষ্ঠভাবে কাজ করার দিকেও নজর দিচ্ছে।
৩ ঘণ্টা আগেকরোনা মহামারি নিয়ে এবং নির্বাচন-সংক্রান্ত ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে ২০২০ সালে নিষিদ্ধ করা চ্যানেলগুলোকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। গুগল ঘোষণা দিয়েছেন, পূর্বের এক কনটেন্ট মডারেশন সিদ্ধান্ত বাতিল করতে যাচ্ছে তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে ইউটিউব তার ‘স্বাধীন মত প্রকাশের প্রতি অঙ্গীকার’...
২০ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা। লক্ষাধিক ব্যবহারকারীর ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে