আজকের পত্রিকা ডেস্ক
আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।
সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।
ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—
ফেসবুক প্রোফাইল ছবির সাইজ
প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।
একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)
থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।
ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।
প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ফেসবুক কভার ফটো সাইজ
ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।
এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১
ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।
সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।
ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—
ফেসবুক প্রোফাইল ছবির সাইজ
প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।
একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)
থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।
ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।
প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ফেসবুক কভার ফটো সাইজ
ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।
এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১
ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে