অনলাইন ডেস্ক
একই বিষয়ে আগ্রহী মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন ও সক্রিয় কমিউনিটি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেসবুক গ্রুপ। এই ফেসবুকের গ্রুপের একটি কার্যকর ফিচার হলো—ইভেন্ট তৈরি করার সুবিধা।
আপনি চাইলে মিটআপ, ওয়েবিনার কিংবা যেকোনো ধরনের ইভেন্ট তৈরি করতে পারেন, আর ফেসবুক গ্রুপের ইভেন্ট ফিচার কমিউনিটির সদস্যদের কাছাকাছি আনার এক দুর্দান্ত উপায় হতে পারে।
ফেসবুক গ্রুপে ইভেন্ট তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুকে লগইন করুন এবং যে গ্রুপে ইভেন্ট তৈরি করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন। ইভেন্ট তৈরি করার জন্য গ্রুপের অ্যাডমিন বা অনুমোদিত সদস্য হওয়া প্রয়োজন।
২. এরপর ওপরের দিকে কিছু সেকশন দেখা যাবে। যেমন—ইউ, চ্যাটস, ফিচারড। এই ফিচারগুলো ডান দিকে সোয়াইপ করুন। এভাবে সোয়াইপ করতে করতে ‘ইভেন্ট’ সেকশন খুঁজে পাবেন। এই ইভেন্ট অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ইভেন্ট তৈরির পেজ চালু হলে ইভেন্টের বিভিন্ন বিষয় ঠিক করুন। যেমন—
ইভেন্টের নাম: ১০০ অক্ষরের মধ্যে একটি আকর্ষণীয় নাম নির্বাচন করুন, যাতে ইভেন্টটি সহজে সকলের নজরে আসে।
তারিখ ও সময়: ইভেন্ট কখন শুরু এবং কখন শেষ হবে, তা নির্ধারণ করুন।
ইভেন্টের ধরন: ইভেন্টটি সশরীরে (ইন পারসন) অনুষ্ঠিত হবে, না কি ভার্চুয়াল হবে, তা নির্ধারণ করুন। ভার্চুয়াল ইভেন্ট বেছে নিলে কীভাবে পরিচালনা করবেন, তা নির্বাচন করুন। সম্ভাব্য বিকল্পগুলো হলো—মেসেঞ্জার রুম, ফেসবুক লাইভ, অন্য প্ল্যাটফর্মে লিংক।
ইভেন্টের গোপনীয়তা: ইভেন্টটি শুধু গ্রুপের সদস্যদের জন্য সীমাবদ্ধ থাকবে, না কি সবার জন্য উন্মুক্ত থাকবে–তা নির্ধারণ করুন।
ইনভাইট অল গ্রুপ মেম্বারস: এই বিকল্পটি সক্রিয় করলে গ্রুপের যেসব সদস্য আপনার বন্ধু, তাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন।
ইভেন্টের বিবরণ: এই অংশে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত লিখুন, যাতে অংশগ্রহণকারীরা ইভেন্টের উদ্দেশ্য ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
কো হোস্ট: আপনার সঙ্গে যদি কেউ এই ইভেন্ট আয়োজন বা পরিচালনায় সহায়তা করে, তাহলে তাদের সহ-আয়োজক হিসেবে যোগ করুন। সদস্যের নাম টাইপ করে সহজেই যোগ করা যাবে।
ইভেন্ট চ্যাট: আপনি চাইলে একটি চ্যাট গ্রুপ তৈরি করতে পারেন, যেখানে ইভেন্ট-সম্পর্কিত নিয়মিত আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে। এ জন্য নিচের দিকে থাকা চ্যাট সেটিংস চালু করুন।
৫. ইভেন্ট আরও আকর্ষণীয় করতে ইভেন্টের জন্য একটি কভার ছবি নির্বাচন করতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ‘পিক এ জিআইএফ’, ‘গ্যালারি’ বা ‘আপলোড’ অপশন নির্বাচন করুন। এভাবে কভার ছবির জন্য জিআইএফ, ফেসবুকের বিশেষ ছবি বা নিজের ফোন থেকে ছবি নির্বাচন করতে পারবেন।
একই বিষয়ে আগ্রহী মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন ও সক্রিয় কমিউনিটি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেসবুক গ্রুপ। এই ফেসবুকের গ্রুপের একটি কার্যকর ফিচার হলো—ইভেন্ট তৈরি করার সুবিধা।
আপনি চাইলে মিটআপ, ওয়েবিনার কিংবা যেকোনো ধরনের ইভেন্ট তৈরি করতে পারেন, আর ফেসবুক গ্রুপের ইভেন্ট ফিচার কমিউনিটির সদস্যদের কাছাকাছি আনার এক দুর্দান্ত উপায় হতে পারে।
ফেসবুক গ্রুপে ইভেন্ট তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুকে লগইন করুন এবং যে গ্রুপে ইভেন্ট তৈরি করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন। ইভেন্ট তৈরি করার জন্য গ্রুপের অ্যাডমিন বা অনুমোদিত সদস্য হওয়া প্রয়োজন।
২. এরপর ওপরের দিকে কিছু সেকশন দেখা যাবে। যেমন—ইউ, চ্যাটস, ফিচারড। এই ফিচারগুলো ডান দিকে সোয়াইপ করুন। এভাবে সোয়াইপ করতে করতে ‘ইভেন্ট’ সেকশন খুঁজে পাবেন। এই ইভেন্ট অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ইভেন্ট তৈরির পেজ চালু হলে ইভেন্টের বিভিন্ন বিষয় ঠিক করুন। যেমন—
ইভেন্টের নাম: ১০০ অক্ষরের মধ্যে একটি আকর্ষণীয় নাম নির্বাচন করুন, যাতে ইভেন্টটি সহজে সকলের নজরে আসে।
তারিখ ও সময়: ইভেন্ট কখন শুরু এবং কখন শেষ হবে, তা নির্ধারণ করুন।
ইভেন্টের ধরন: ইভেন্টটি সশরীরে (ইন পারসন) অনুষ্ঠিত হবে, না কি ভার্চুয়াল হবে, তা নির্ধারণ করুন। ভার্চুয়াল ইভেন্ট বেছে নিলে কীভাবে পরিচালনা করবেন, তা নির্বাচন করুন। সম্ভাব্য বিকল্পগুলো হলো—মেসেঞ্জার রুম, ফেসবুক লাইভ, অন্য প্ল্যাটফর্মে লিংক।
ইভেন্টের গোপনীয়তা: ইভেন্টটি শুধু গ্রুপের সদস্যদের জন্য সীমাবদ্ধ থাকবে, না কি সবার জন্য উন্মুক্ত থাকবে–তা নির্ধারণ করুন।
ইনভাইট অল গ্রুপ মেম্বারস: এই বিকল্পটি সক্রিয় করলে গ্রুপের যেসব সদস্য আপনার বন্ধু, তাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন।
ইভেন্টের বিবরণ: এই অংশে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত লিখুন, যাতে অংশগ্রহণকারীরা ইভেন্টের উদ্দেশ্য ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
কো হোস্ট: আপনার সঙ্গে যদি কেউ এই ইভেন্ট আয়োজন বা পরিচালনায় সহায়তা করে, তাহলে তাদের সহ-আয়োজক হিসেবে যোগ করুন। সদস্যের নাম টাইপ করে সহজেই যোগ করা যাবে।
ইভেন্ট চ্যাট: আপনি চাইলে একটি চ্যাট গ্রুপ তৈরি করতে পারেন, যেখানে ইভেন্ট-সম্পর্কিত নিয়মিত আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে। এ জন্য নিচের দিকে থাকা চ্যাট সেটিংস চালু করুন।
৫. ইভেন্ট আরও আকর্ষণীয় করতে ইভেন্টের জন্য একটি কভার ছবি নির্বাচন করতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ‘পিক এ জিআইএফ’, ‘গ্যালারি’ বা ‘আপলোড’ অপশন নির্বাচন করুন। এভাবে কভার ছবির জন্য জিআইএফ, ফেসবুকের বিশেষ ছবি বা নিজের ফোন থেকে ছবি নির্বাচন করতে পারবেন।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে