Ajker Patrika

মেসেঞ্জার গ্রুপ চ্যাটে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
এভাবে খুব সহজেই মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে। ছবি: সার্চ ইঞ্জিন জার্নাল
এভাবে খুব সহজেই মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে। ছবি: সার্চ ইঞ্জিন জার্নাল

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারেন। তাই অনেক সময় গ্রুপে নতুন অ্যাডমিন যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা যায়।

গ্রুপ চ্যাটে অ্যাডমিন খুব সহজেই যুক্ত করা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রুপ চ্যাটে নতুন অ্যাডমিন যোগ করা যায়।

মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার চালু করুন।

২. এরপর স্ক্রল করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন বা ওপরের সার্চ বারে গ্রুপে নাম লিখুন।

৩. এখন গ্রুপ চ্যাটটির ওপর ট্যাপ করুন।

৪. এবার বাঁ পাশের ওপরের দিকে থাকা গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। ফলে গ্রুপের সেটিংস চালু হবে।

৫. এখন নিচের দিকে স্ক্রল করে ‘সি মেম্বারস’ অপশনে ট্যাপ করুন। ফলে গ্রুপ চ্যাটের সব সদস্যদের দেখা যাবে।

৬. যে গ্রুপ সদস্যকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান তার নামের ওপর ট্যাপ করুন। এর ফলে নতুন মেনু চালু হবে।

৭. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।

৮. এখন ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।

এভাবে খুব সহজেই অ্যাডমিন যুক্ত করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

ইসলামি তালেবান ও হিন্দুত্ববাদী বিজেপির ঘেঁষাঘেঁষি কিসের আলামত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত