প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে