আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে