তাড়াহুড়োর সময় বা ভুলক্রমে একই নম্বর ফোনে একাধিকবার সেভ করা হয়। তাই প্রয়োজনের সময় কন্টাক্ট খুঁজে পাওয়া মুশকিল। তবে স্মার্টফোনের মার্জ টুলের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কয়েক মিনিটের মধ্যেই নম্বরগুলো মার্জ হয়ে যায়।
মার্জ টুল কি
একই নম্বর বিভিন্ন নামে সেভ করা থাকলে যেকোনো একটি নামে নম্বরগুলো সেভ করে মার্জ টুল। এর ফলে আপনাকে আলাদা আলাদা করে নম্বর মুছে ফেলার প্রয়োজন নেই বা একটি একটি করে ডুপ্লিকেট নম্বর খুঁজতেও হবে না। তাই আপনার সময় ও শ্রম দুটিই বাঁচবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কন্টাক্ট মার্জ টুল ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে নম্বর মার্জ করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরে প্রোফাইল আইকোন থেকে যে গুগল অ্যাকাউন্টের ডুপ্লিকেট নম্বরগুলো মার্জ করতে চান, সেটি নির্বাচন করুন।
৩. এরপর আপনাকে ‘মার্জ ও ফিক্স’ অপশন খুঁজে পেতে হবে। তবে অ্যান্ড্রয়েডের একেক ডিভাইসে একেক জায়গায় থাকে এই অপশন।
স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• এরপর ‘ম্যানেজ কনট্যাক্টসে’ প্রবেশ করুন। এরপর ‘মার্জ কন্টাক্ট’ খুঁজে বের করুন।
মটোরোলা ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• ‘সাজেশনস’ অপশন থেকে ‘মার্জ ডুপ্লিকেট’ অপশনটি খুঁজে বের করুন।
হুয়াওয়ে ফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে যান এবং পেজটির নিচে কন্টাক্ট ট্যাবে যান।
• ওপরের ডান পাশের ওপরে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন এবং সেটিংস অপশন নির্বাচন করুন।
• ম্যানেজ কনট্যাক্টসের অপশনের নিচে ‘অর্গানাইজ কনট্যাক্টসে’ অপশনে ট্যাপ করুন।
• মার্জ ডুপ্লিকেট কনট্যাক্টস অপশন খুঁজে বরে করুন।
শাওমি ও ভোডাফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে প্রবেশ করুন।
• নিচের দিকে ডানে ‘অর্গানাইজ’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে ‘মার্জ ও ফিক্স’ অপশন নির্বাচন করুন।
৪. এভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘মার্জ’ টুলটি খুঁজে বের করে এতে ট্যাপ করুন। এরপর সবগুলো কন্টাক্ট একেবারে মার্জ করতে চাইলে ‘মার্জ অল’ অপশন নির্বাচন করুন। অথবা একটি একটি করে নির্বাচন করে নম্বরগুলো মার্জ করুন।
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করবেন যেভাবে
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করার জন্য আপনার ফোনে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমের সমর্থন থাকতে হবে।
১. কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. এরপর ‘অল কন্টাক্টস’অপশনে প্রবেশ করুন।
৩. ডুপ্লিকেট নম্বর থাকলে ‘ভিউ ডুপ্লিকেট’ অপশন দেখা যাবে।
৪. যে নম্বরটি মার্জ করতে চান, তাতে ট্যাপ করুন বা সবগুলো নম্বর মার্জ করার জন্য ‘মার্জ অল’ অপশনে ট্যাপ করুন।
তাড়াহুড়োর সময় বা ভুলক্রমে একই নম্বর ফোনে একাধিকবার সেভ করা হয়। তাই প্রয়োজনের সময় কন্টাক্ট খুঁজে পাওয়া মুশকিল। তবে স্মার্টফোনের মার্জ টুলের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কয়েক মিনিটের মধ্যেই নম্বরগুলো মার্জ হয়ে যায়।
মার্জ টুল কি
একই নম্বর বিভিন্ন নামে সেভ করা থাকলে যেকোনো একটি নামে নম্বরগুলো সেভ করে মার্জ টুল। এর ফলে আপনাকে আলাদা আলাদা করে নম্বর মুছে ফেলার প্রয়োজন নেই বা একটি একটি করে ডুপ্লিকেট নম্বর খুঁজতেও হবে না। তাই আপনার সময় ও শ্রম দুটিই বাঁচবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই কন্টাক্ট মার্জ টুল ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে নম্বর মার্জ করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরে প্রোফাইল আইকোন থেকে যে গুগল অ্যাকাউন্টের ডুপ্লিকেট নম্বরগুলো মার্জ করতে চান, সেটি নির্বাচন করুন।
৩. এরপর আপনাকে ‘মার্জ ও ফিক্স’ অপশন খুঁজে পেতে হবে। তবে অ্যান্ড্রয়েডের একেক ডিভাইসে একেক জায়গায় থাকে এই অপশন।
স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• এরপর ‘ম্যানেজ কনট্যাক্টসে’ প্রবেশ করুন। এরপর ‘মার্জ কন্টাক্ট’ খুঁজে বের করুন।
মটোরোলা ডিভাইসের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপের মধ্যে হ্যামবার্গার (তিনটি অনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন।
• ‘সাজেশনস’ অপশন থেকে ‘মার্জ ডুপ্লিকেট’ অপশনটি খুঁজে বের করুন।
হুয়াওয়ে ফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে যান এবং পেজটির নিচে কন্টাক্ট ট্যাবে যান।
• ওপরের ডান পাশের ওপরে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন এবং সেটিংস অপশন নির্বাচন করুন।
• ম্যানেজ কনট্যাক্টসের অপশনের নিচে ‘অর্গানাইজ কনট্যাক্টসে’ অপশনে ট্যাপ করুন।
• মার্জ ডুপ্লিকেট কনট্যাক্টস অপশন খুঁজে বরে করুন।
শাওমি ও ভোডাফোনের ক্ষেত্রে—
• কন্টাক্ট অ্যাপে প্রবেশ করুন।
• নিচের দিকে ডানে ‘অর্গানাইজ’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে ‘মার্জ ও ফিক্স’ অপশন নির্বাচন করুন।
৪. এভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘মার্জ’ টুলটি খুঁজে বের করে এতে ট্যাপ করুন। এরপর সবগুলো কন্টাক্ট একেবারে মার্জ করতে চাইলে ‘মার্জ অল’ অপশন নির্বাচন করুন। অথবা একটি একটি করে নির্বাচন করে নম্বরগুলো মার্জ করুন।
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করবেন যেভাবে
আইফোনে ডুপ্লিকেট নম্বর মার্জ করার জন্য আপনার ফোনে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমের সমর্থন থাকতে হবে।
১. কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. এরপর ‘অল কন্টাক্টস’অপশনে প্রবেশ করুন।
৩. ডুপ্লিকেট নম্বর থাকলে ‘ভিউ ডুপ্লিকেট’ অপশন দেখা যাবে।
৪. যে নম্বরটি মার্জ করতে চান, তাতে ট্যাপ করুন বা সবগুলো নম্বর মার্জ করার জন্য ‘মার্জ অল’ অপশনে ট্যাপ করুন।
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার। তবে এআইয়ের কারণে মানুষের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর এই বিষয়ে স্পষ্ট ও বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু পেশা রয়েছে যেগুলো শিগগিরই এআই দখল করবে...
১ ঘণ্টা আগেঅ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পর সাধারণত ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের মডেল ঘিরে ইতিমধ্যেই কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।
৫ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে।
৫ ঘণ্টা আগেমাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন মো. ফারুক হোসেন। কোরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তা-ই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাঁদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন।
৬ ঘণ্টা আগে