Ajker Patrika

ছাত্রদলের দাবির মুখে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৮
রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে দুপক্ষ মুখোমুখি। ছবি: আজকের পত্রিকা
রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে দুপক্ষ মুখোমুখি। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়েছে।

রাকসু নির্বাচন পেছানোর দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়—

১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা।

এতে বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রাকসু নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। ২৫ সেপ্টেম্বর ঘোষিত তারিখেই নির্বাচন চায় শিবির আর ছাত্রদল পূজার ছুটির পরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এদিকে রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা স্থগিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে।

এমন পরিস্থিতিতে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন করা সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের সভা বসে। সভা চলার মধ্যে দুপক্ষই রাকসুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সন্ধ্যার পর কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানায়।

এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সহসভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, ‘নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’

এদিকে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির হয়। এর জেরে লাগাতার কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারীদের একটি অংশ। এর জেরে আজ দুপুরে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছে।

অন্যদিকে বেলা ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বলেন, ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

আশ্বিনে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি কি স্বাভাবিক, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত