নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি
ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়েছে।
রাকসু নির্বাচন পেছানোর দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়—
১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা।
এতে বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাকসু নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। ২৫ সেপ্টেম্বর ঘোষিত তারিখেই নির্বাচন চায় শিবির আর ছাত্রদল পূজার ছুটির পরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এদিকে রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা স্থগিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে।
এমন পরিস্থিতিতে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন করা সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের সভা বসে। সভা চলার মধ্যে দুপক্ষই রাকসুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সন্ধ্যার পর কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানায়।
এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সহসভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, ‘নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’
এদিকে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির হয়। এর জেরে লাগাতার কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারীদের একটি অংশ। এর জেরে আজ দুপুরে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছে।
অন্যদিকে বেলা ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বলেন, ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।
ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়েছে।
রাকসু নির্বাচন পেছানোর দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়—
১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা।
এতে বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাকসু নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। ২৫ সেপ্টেম্বর ঘোষিত তারিখেই নির্বাচন চায় শিবির আর ছাত্রদল পূজার ছুটির পরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এদিকে রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা স্থগিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে।
এমন পরিস্থিতিতে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন করা সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের সভা বসে। সভা চলার মধ্যে দুপক্ষই রাকসুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সন্ধ্যার পর কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানায়।
এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সহসভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, ‘নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’
এদিকে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির হয়। এর জেরে লাগাতার কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারীদের একটি অংশ। এর জেরে আজ দুপুরে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছে।
অন্যদিকে বেলা ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বলেন, ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আচরণবিধি নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সদস্যদের আলোচনা সভা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সভা হয়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক সাড়া ও কার্যকর সহযোগিতা করার...
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে দুই পক্ষের শিক্ষার্থীরা। এক পক্ষ ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাচ্ছে, অন্য পক্ষ একে প্রহসনের নির্বাচন বলছে। তবে বাদ সেধেছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন করা সম্ভব কি না।
২ ঘণ্টা আগেছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে