মোস্তাফিজ মিঠু, ঢাকা
কনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে। তবে অনেক পেইড এআই টুলস কিছুদিনের জন্য বা কিছু পয়েন্টের বিনিময়ে বিনা মূল্যে কাজ করার সুযোগ দেয়।
যাঁরা শুরুতে এআই টুলের জন্য বিনিয়োগ করতে পারেন না, তাঁরা পেইড এআই টুলসের বিকল্প হিসেবে ফ্রি এআই টুলসের খোঁজে থাকেন। সেসব এআই টুল কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা, ভিডিও, অডিও বা স্ক্রিপ্ট সম্পাদনা, ভিডিও আউটপুট ইত্যাদি কাজে সাহায্য করে।
স্ক্রিপ্ট ও লেখা
শুধু ব্লগ পোস্ট বা আর্টিকেলই নয়, এআই টুলসগুলো ভিডিও স্ক্রিপ্ট, প্রেজেন্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এমনকি প্রমোশনাল কনটেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে আছে—
ভিডিও এডিটিং ও প্রোডাকশন
ভিডিও এআই এডিটিং টুলস ব্যবহারকারীর সময় বাঁচায় এবং প্রফেশনাল লুকের ভিডিও তৈরি করতে সাহায্য করে।
ভয়েস ও অডিওর জন্য
ভিজ্যুয়াল কনটেন্ট ও গ্রাফিকস
কনটেন্ট তৈরির ক্ষেত্রে ভিডিওর জন্য বিভিন্ন গ্রাফিকসের কাজের প্রয়োজন হয়। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো থাম্বনেইল। সেটিও তৈরি করা যায় বিনা মূল্যে।
এআই টুলস কনটেন্ট নির্মাণে সময় বাঁচায়, নতুন আইডিয়া এবং সৃজনশীলতা চর্চা করতে সাহায্য করে। ছোট টিম বা ফ্রিল্যান্সাররা কম খরচে মানসম্পন্ন আউটপুট তৈরি করার সুযোগ পান।
তবে শুরুতে ফ্রি এআই টুলস ব্যবহার করলেও দীর্ঘ মেয়াদে এর ওপর নির্ভরশীল থাকা সমীচীন হবে না। কনটেন্টের মান বাড়াতে এআইয়ের পুরো সুবিধা নিতে হবে। তবে এর জন্য প্রয়োজন পেইড ভার্সন। তবে শুরুটা করতে পারেন ছোট থেকে।
কনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে। তবে অনেক পেইড এআই টুলস কিছুদিনের জন্য বা কিছু পয়েন্টের বিনিময়ে বিনা মূল্যে কাজ করার সুযোগ দেয়।
যাঁরা শুরুতে এআই টুলের জন্য বিনিয়োগ করতে পারেন না, তাঁরা পেইড এআই টুলসের বিকল্প হিসেবে ফ্রি এআই টুলসের খোঁজে থাকেন। সেসব এআই টুল কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা, ভিডিও, অডিও বা স্ক্রিপ্ট সম্পাদনা, ভিডিও আউটপুট ইত্যাদি কাজে সাহায্য করে।
স্ক্রিপ্ট ও লেখা
শুধু ব্লগ পোস্ট বা আর্টিকেলই নয়, এআই টুলসগুলো ভিডিও স্ক্রিপ্ট, প্রেজেন্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এমনকি প্রমোশনাল কনটেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে আছে—
ভিডিও এডিটিং ও প্রোডাকশন
ভিডিও এআই এডিটিং টুলস ব্যবহারকারীর সময় বাঁচায় এবং প্রফেশনাল লুকের ভিডিও তৈরি করতে সাহায্য করে।
ভয়েস ও অডিওর জন্য
ভিজ্যুয়াল কনটেন্ট ও গ্রাফিকস
কনটেন্ট তৈরির ক্ষেত্রে ভিডিওর জন্য বিভিন্ন গ্রাফিকসের কাজের প্রয়োজন হয়। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো থাম্বনেইল। সেটিও তৈরি করা যায় বিনা মূল্যে।
এআই টুলস কনটেন্ট নির্মাণে সময় বাঁচায়, নতুন আইডিয়া এবং সৃজনশীলতা চর্চা করতে সাহায্য করে। ছোট টিম বা ফ্রিল্যান্সাররা কম খরচে মানসম্পন্ন আউটপুট তৈরি করার সুযোগ পান।
তবে শুরুতে ফ্রি এআই টুলস ব্যবহার করলেও দীর্ঘ মেয়াদে এর ওপর নির্ভরশীল থাকা সমীচীন হবে না। কনটেন্টের মান বাড়াতে এআইয়ের পুরো সুবিধা নিতে হবে। তবে এর জন্য প্রয়োজন পেইড ভার্সন। তবে শুরুটা করতে পারেন ছোট থেকে।
অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পর সাধারণত ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের মডেল ঘিরে ইতিমধ্যেই কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।
১ ঘণ্টা আগেমাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন মো. ফারুক হোসেন। কোরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তা-ই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাঁদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা এনভিডিয়া ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান (এআই) ওপেনএআইতে। পাশাপাশি, প্রতিষ্ঠানটিকে এআই ডেটা সেন্টারের জন্য চিপ সরবরাহও করবে বলে গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে দুই কোম্পানি।
৩ ঘণ্টা আগেসম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’। এই আয়োজনে কনটেন্ট নির্মাতাদের জন্য একাধিক নতুন ফিচার ও টুলের ঘোষণা করা হয়েছে। এগুলো কনটেন্ট নির্মাণের কাজকে আরও সহজ করবে।
৩ ঘণ্টা আগে