গ্রাহকদের প্রিমিয়াম সার্ভিসে আকৃষ্ট করার জন্য ‘প্লেয়েবলস’ নামের নতুন ফিচার নিয়ে এল ইউটিউব। একটি আলাদা সেকশনে ইউটিউব অ্যাপ ও ডেস্কটপে ফিচারটি পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরনের আর্কেড গেম খেলা যাবে। এজন্য গেমগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা এসব গেম খেলতে পারবে।
প্লেয়াবলস ফিচারে ঢোকার পর ‘হোম ও ব্রাউস’ নামে দুটি ট্যাব দেখা যাবে। সর্বশেষ যে গেমগুলো খেলা হয়েছে ও জনপ্রিয় গেমের তালিকা হোম ট্যাবে দেখা যাবে। আর ব্রাউস ট্যাবে বিস্তৃত পরিসরের গেম দেখা যাবে। বর্তমানে ব্রাউস ট্যাবে ৩৭টি গেম রয়েছে।
এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল গেমগুলো খেলার জন্য প্ল্যাটফর্মটি থেকে বের হতে হবে না। সেই সঙ্গে ডাউনলোডের ঝামেলা ছাড়াই গেমগুলো খেলা যাবে।
তবে ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং প্রিমিয়ামের কিছু গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারছেন। প্রাথমিক পর্যায়ে অ্যাংরি বার্ডস শোডাউন, ব্রেইন আউট ও ডেইলি সলিটায়ার এর মত জনপ্রিয় শিরোনামের গেমগুলি প্লেয়াবলসে পাওয়া যাবে। তবে ভবিষ্যতে আরও গেম এতে অন্তর্ভুক্ত করবে ইউটিউব।
ইউটিউবই প্রথম স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয় যেটি সাবস্ক্রাইবারদের জন্য গেমিং আর্কেডের সুবিধা নিয়ে আসছে। ২০২১ সালের নভেম্বরে সাবস্ক্রাইবারদের জন্য গেমিং আর্কেড ফিচার নিয়ে এসেছে নেটফ্লিক্স। তবে এটি গ্রাহকদের খুব একটা সাড়া ফেলনি। তবে নেটফ্লিক্সের গেমিং ফিচারের চেয়ে প্লেয়াবলস কতটুকু জনপ্রিয়তা পাবে সময়ই বলে দেবে।
২০২৪ সালের ২৮ মার্চ পর্যন্ত ইউটিউব এই ফিচার প্ল্যাটফর্মে রাখবে। এরপর জনপ্রিয়তার ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটিতে ফিচারটি রাখা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক জনপ্রিয়তা পেলে ফিচারটিকে স্থায়ীভাবে যুক্ত করবে ইউটিউব।
তথ্যসূত্র: গিজমোচায়না
গ্রাহকদের প্রিমিয়াম সার্ভিসে আকৃষ্ট করার জন্য ‘প্লেয়েবলস’ নামের নতুন ফিচার নিয়ে এল ইউটিউব। একটি আলাদা সেকশনে ইউটিউব অ্যাপ ও ডেস্কটপে ফিচারটি পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরনের আর্কেড গেম খেলা যাবে। এজন্য গেমগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা এসব গেম খেলতে পারবে।
প্লেয়াবলস ফিচারে ঢোকার পর ‘হোম ও ব্রাউস’ নামে দুটি ট্যাব দেখা যাবে। সর্বশেষ যে গেমগুলো খেলা হয়েছে ও জনপ্রিয় গেমের তালিকা হোম ট্যাবে দেখা যাবে। আর ব্রাউস ট্যাবে বিস্তৃত পরিসরের গেম দেখা যাবে। বর্তমানে ব্রাউস ট্যাবে ৩৭টি গেম রয়েছে।
এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল গেমগুলো খেলার জন্য প্ল্যাটফর্মটি থেকে বের হতে হবে না। সেই সঙ্গে ডাউনলোডের ঝামেলা ছাড়াই গেমগুলো খেলা যাবে।
তবে ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং প্রিমিয়ামের কিছু গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারছেন। প্রাথমিক পর্যায়ে অ্যাংরি বার্ডস শোডাউন, ব্রেইন আউট ও ডেইলি সলিটায়ার এর মত জনপ্রিয় শিরোনামের গেমগুলি প্লেয়াবলসে পাওয়া যাবে। তবে ভবিষ্যতে আরও গেম এতে অন্তর্ভুক্ত করবে ইউটিউব।
ইউটিউবই প্রথম স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয় যেটি সাবস্ক্রাইবারদের জন্য গেমিং আর্কেডের সুবিধা নিয়ে আসছে। ২০২১ সালের নভেম্বরে সাবস্ক্রাইবারদের জন্য গেমিং আর্কেড ফিচার নিয়ে এসেছে নেটফ্লিক্স। তবে এটি গ্রাহকদের খুব একটা সাড়া ফেলনি। তবে নেটফ্লিক্সের গেমিং ফিচারের চেয়ে প্লেয়াবলস কতটুকু জনপ্রিয়তা পাবে সময়ই বলে দেবে।
২০২৪ সালের ২৮ মার্চ পর্যন্ত ইউটিউব এই ফিচার প্ল্যাটফর্মে রাখবে। এরপর জনপ্রিয়তার ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটিতে ফিচারটি রাখা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক জনপ্রিয়তা পেলে ফিচারটিকে স্থায়ীভাবে যুক্ত করবে ইউটিউব।
তথ্যসূত্র: গিজমোচায়না
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
৩ মিনিট আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে