Ajker Patrika

ক্যারিয়ার নির্বাচনে সাহায্য করবে গুগলের এআই অ্যাপ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪৯
ব্যবহারকারীরা আগ্রহের সঙ্গে সংগতিপূর্ণ ক্যারিয়ারগুলো একটি ভিজ্যুয়াল ওয়েবের মাধ্যমে দেখতে পারবেন ছবি: সংগৃহীত
ব্যবহারকারীরা আগ্রহের সঙ্গে সংগতিপূর্ণ ক্যারিয়ারগুলো একটি ভিজ্যুয়াল ওয়েবের মাধ্যমে দেখতে পারবেন ছবি: সংগৃহীত

ক্যারিয়ার নির্বাচনে সহায়তার জন্য ‘ক্যারিয়ার ড্রিমার’ নামক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল চালু করেছে গুগল। পরীক্ষামূলক টুলটি ব্যবহারকারীদের তাদের পূর্ববর্তী অভিজ্ঞতা, শিক্ষা, দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে উপযুক্ত ক্যারিয়ার পছন্দ করতে সাহায্য করবে। সম্প্রতি, এক ব্লগ পোস্টে টুলটির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

ক্যারিয়ার ড্রিমার ব্যবহারকারীদের জন্য একটি ক্যারিয়ার ‘আইডেনটিটি স্টেটমেন্ট’ তৈরি করার সুযোগ দেয়, যেখানে তারা তাদের বর্তমান এবং পূর্ববর্তী কাজের নিজের ভূমিকা, দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা ও আগ্রহ বেছে নিতে পারে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের সিভিতেও যোগ করার পাশাপাশি ইন্টারভিউর সময় একটি নির্দেশিকা হিসেবেও ব্যবহার করতে পারবেন এই ক্যারিয়ার আইডেনটিটি স্টেটমেন্ট।

এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা ও আগ্রহের সঙ্গে সংগতিপূর্ণ ক্যারিয়ারগুলো একটি ভিজ্যুয়াল ওয়েবের মাধ্যমে দেখতে পারবেন। যদি কেউ কোনো নির্দিষ্ট ক্যারিয়ারে আগ্রহী হন, তবে সেই ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ক্যারিয়ার ড্রিমার ব্যবহারকারীরা গুগলের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনিও ব্যবহার করতে পারবেন, যা তাদের কভার লেটার বা সিভি তৈরিতে সাহায্য করবে এবং আরও বেশি চাকরির আইডিয়া খুঁজে দেবে।

তবে, অন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন ইন্ডিড এবং লিংকডইনের মতো ব্যবহারকারীদের সরাসরি কোনো চাকরির বিজ্ঞাপন দেখায় না ক্যারিয়ার ড্রিমার। এটি শুধু বিভিন্ন ক্যারিয়ারের অপশন এক নজরে দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে, যাতে বারবার গুগল সার্চের প্রয়োজন না হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে টুলটি চালু করা হয়েছে। তবে এই টুলটি অন্য দেশে কখন বা কীভাবে চালু করবে তা এখনো নিশ্চিত করেনি গুগল।

গুগল তাদের ব্লগ পোস্টে উল্লেখ করেছে, ‘আমরা আশা করি, বিভিন্ন ধরনের চাকরির খোঁজে থাকা ব্যক্তিদের সাহায্য করবে ক্যারিয়ার ড্রিমার। এই টুল তৈরিতে এমন সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ নিয়েছে, যারা চাকরিক্ষেত্রে বিভিন্ন শ্রেণির মানুষকে সাহায্য করে।’

গুগল আরও উল্লেখ করেছে, মানুষ জীবনে সাধারণত গড়ে ১২টি বিভিন্ন চাকরি পরিবর্তন করে এবং জেন জেডের সদস্যরা ছয়টি ভিন্ন ক্যারিয়ারে ১৮টি চাকরি পরিবর্তন করবে বলে ধারণা করা হচ্ছে।

গুগল মনে করে, এই টুল এমন ব্যক্তিদের সাহায্য করবে, যারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো একত্রিত করে একটি সুসংগত গল্প তৈরি করতে পারছেন না, বিশেষত যদি তাদের ক্যারিয়ার পথটি অপ্রচলিত হয়।

এছাড়া, এই টুল ব্যবহারকারীদের তাদের পূর্বের দক্ষতাগুলো কীভাবে অন্য চাকরির জন্য উপযুক্ত, তা ভালোভাবে প্রকাশ করতে সহায়তা করবে বলে আশা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত