আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও কার্যকর করা চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে এবার ‘শিডিউলড অ্যাকশনস’ নামে একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে জেমিনি।
এই ফিচারটি জেমিনি এআই প্রো এবং এআই আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ে জেমিনিকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন। যেমন—প্রতিদিন কাজ শেষে ক্যালেন্ডারের সারাংশ জানানো বা প্রতি সোমবার ব্লগ লেখার আইডিয়া তৈরি করা।
ধরা যাক, প্রতি রোববার আপনি পাঁচটি নতুন ব্লগ আইডিয়া চান, অথবা প্রতিদিন সকাল ৮টায় ক্যালেন্ডারের সারাংশ ও ইনবক্স হাইলাইটস দরকার হয়—জেমিনিকে একবার সেট করলেই সময়মতো এসব জানাবে। এমনকি মঙ্গলবারের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট মনে করিয়ে দেওয়ার মতো ব্যক্তিগত কাজেও এটি সহায়ক হবে।
এ ছাড়া এককালীন কাজেও এই ফিচার ব্যবহার করা যাবে। যেমন—কোনো কোনো নির্দিষ্ট তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সারাংশ চাইলে সেটিও জানিয়ে রাখবে আগে থেকেই।
গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, ‘জেমিনিকে শুধু বলুন কী দরকার এবং কখন দরকার—বাকিটা সামলে নেবে ও নিজেই।’
জেমিনি অ্যাপে গিয়ে সেটিংস থেকে শিডিউলড অ্যাকশনস অপশনে ব্যবহারকারীরা তাঁদের নির্ধারিত কাজগুলো ব্যবস্থাপনা করতে পারবেন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই ফিচারটির প্রাথমিক সংস্করণ শনাক্ত করেছিল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও বেশি ‘এজেন্ট’ সদৃশ করে তোলার লক্ষ্যে কাজ করছে গুগল।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী ওপেনেএআইয়ের চ্যাটজিপিটিতেও ‘টাস্ক’ নামের এমন একটি ফিচার রয়েছে, যেখানে সাবস্ক্রাইবাররা রিমাইন্ডার পাঠানো বা নির্ধারিত সময়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারেন।
তবে গুগলের সুবিধা হলো—এটি সরাসরি জিমেইল, ক্যালেন্ডার, ডকসসহ গুগলের অন্য সেবার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে, পুরো অভিজ্ঞতাটি আরও সাবলীল হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও কার্যকর করা চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে এবার ‘শিডিউলড অ্যাকশনস’ নামে একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে জেমিনি।
এই ফিচারটি জেমিনি এআই প্রো এবং এআই আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ে জেমিনিকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন। যেমন—প্রতিদিন কাজ শেষে ক্যালেন্ডারের সারাংশ জানানো বা প্রতি সোমবার ব্লগ লেখার আইডিয়া তৈরি করা।
ধরা যাক, প্রতি রোববার আপনি পাঁচটি নতুন ব্লগ আইডিয়া চান, অথবা প্রতিদিন সকাল ৮টায় ক্যালেন্ডারের সারাংশ ও ইনবক্স হাইলাইটস দরকার হয়—জেমিনিকে একবার সেট করলেই সময়মতো এসব জানাবে। এমনকি মঙ্গলবারের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট মনে করিয়ে দেওয়ার মতো ব্যক্তিগত কাজেও এটি সহায়ক হবে।
এ ছাড়া এককালীন কাজেও এই ফিচার ব্যবহার করা যাবে। যেমন—কোনো কোনো নির্দিষ্ট তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সারাংশ চাইলে সেটিও জানিয়ে রাখবে আগে থেকেই।
গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, ‘জেমিনিকে শুধু বলুন কী দরকার এবং কখন দরকার—বাকিটা সামলে নেবে ও নিজেই।’
জেমিনি অ্যাপে গিয়ে সেটিংস থেকে শিডিউলড অ্যাকশনস অপশনে ব্যবহারকারীরা তাঁদের নির্ধারিত কাজগুলো ব্যবস্থাপনা করতে পারবেন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই ফিচারটির প্রাথমিক সংস্করণ শনাক্ত করেছিল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও বেশি ‘এজেন্ট’ সদৃশ করে তোলার লক্ষ্যে কাজ করছে গুগল।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী ওপেনেএআইয়ের চ্যাটজিপিটিতেও ‘টাস্ক’ নামের এমন একটি ফিচার রয়েছে, যেখানে সাবস্ক্রাইবাররা রিমাইন্ডার পাঠানো বা নির্ধারিত সময়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারেন।
তবে গুগলের সুবিধা হলো—এটি সরাসরি জিমেইল, ক্যালেন্ডার, ডকসসহ গুগলের অন্য সেবার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে, পুরো অভিজ্ঞতাটি আরও সাবলীল হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় গুগল।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে