আজকের পত্রিকা ডেস্ক
গাজা ইস্যুতে মিসরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর শেষ মুহূর্তের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়ে দেন—নেতানিয়াহু আমন্ত্রিত থাকলে তাঁর বিমান শারম আল শেখে অবতরণ করবে না।
গতকাল সোমবার সকালে ট্রাম্প মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ফোনে কথা বলে নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত করেন। পরে জানা যায়, এরদোয়ান বিমানে বসেই আল-সিসিকে ফোন করে তাঁর আপত্তির কথা জানান। এরপরই নেতানিয়াহুর সফর বাতিল হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহু মিসরের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। তবে ধর্মীয় উৎসব ঘনিয়ে আসায় তিনি যেতে পারবেন না বলে জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মিসরে অনুষ্ঠেয় এক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ট্রাম্পকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন, তবে উৎসবের সময় ঘনিয়ে আসায় তিনি অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন।’
নেতানিয়াহুর ডানপন্থী জোটের কয়েকজন মন্ত্রীও সতর্ক করেছিলেন, তিনি যদি এই সম্মেলনে যোগ দেন, তবে তাঁরা পদত্যাগ করবেন।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। যদিও মিসর আইসিসির সদস্য নয়, তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হতো; বিশেষ করে সেসব আরব দেশে, যারা এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেনি।
বিশ্বের ২০টির বেশি দেশের নেতা অংশ নেওয়ার কথা ছিল এই জরুরি সম্মেলনে। ঘটনাটি দেখিয়ে দিল, ট্রাম্প যতই চান না কেন, মুসলিম দেশগুলোর পক্ষে এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন।
তুরস্কে এরদোয়ানের জনপ্রিয়তা ইসরায়েলবিরোধী অবস্থানের ওপর অনেকটা নির্ভরশীল। তাই নেতানিয়াহুর সঙ্গে তাঁর করমর্দন বা আলোচনার ছবি প্রকাশ পেলে তা দেশটির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলত।
এরদোয়ান বারবার বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল।
গাজা ইস্যুতে মিসরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর শেষ মুহূর্তের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়ে দেন—নেতানিয়াহু আমন্ত্রিত থাকলে তাঁর বিমান শারম আল শেখে অবতরণ করবে না।
গতকাল সোমবার সকালে ট্রাম্প মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ফোনে কথা বলে নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত করেন। পরে জানা যায়, এরদোয়ান বিমানে বসেই আল-সিসিকে ফোন করে তাঁর আপত্তির কথা জানান। এরপরই নেতানিয়াহুর সফর বাতিল হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহু মিসরের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। তবে ধর্মীয় উৎসব ঘনিয়ে আসায় তিনি যেতে পারবেন না বলে জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মিসরে অনুষ্ঠেয় এক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ট্রাম্পকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন, তবে উৎসবের সময় ঘনিয়ে আসায় তিনি অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন।’
নেতানিয়াহুর ডানপন্থী জোটের কয়েকজন মন্ত্রীও সতর্ক করেছিলেন, তিনি যদি এই সম্মেলনে যোগ দেন, তবে তাঁরা পদত্যাগ করবেন।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। যদিও মিসর আইসিসির সদস্য নয়, তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হতো; বিশেষ করে সেসব আরব দেশে, যারা এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেনি।
বিশ্বের ২০টির বেশি দেশের নেতা অংশ নেওয়ার কথা ছিল এই জরুরি সম্মেলনে। ঘটনাটি দেখিয়ে দিল, ট্রাম্প যতই চান না কেন, মুসলিম দেশগুলোর পক্ষে এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন।
তুরস্কে এরদোয়ানের জনপ্রিয়তা ইসরায়েলবিরোধী অবস্থানের ওপর অনেকটা নির্ভরশীল। তাই নেতানিয়াহুর সঙ্গে তাঁর করমর্দন বা আলোচনার ছবি প্রকাশ পেলে তা দেশটির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলত।
এরদোয়ান বারবার বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি দ্রুত ৩ বছর ধরে চলা যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে তাঁর দেশ ইউক্রেনকে দূরপাল্লার টোমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরকাল তথা মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। স্বীকার করেছেন, হয়তো তিনি ‘স্বর্গের পথে’ নেই। স্থানীয় সময় রোববার ইসরায়েল যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি এখন পর্যন্ত চারজনের মরদেহ ফেরত দিয়েছে হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষ এবং হামাস বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেমিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের মঞ্চে ভিন্ন কারণে সবার নজর কাড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁকে ঘিরে বিশ্বনেতাদের আচরণ ও রসিকতা এমন একটি গুরুগম্ভীর সম্মেলনে অন্য মাত্রা দিয়েছে।
৩ ঘণ্টা আগে