Ajker Patrika

ক্লাউড স্টোরেজ ডেটা রাখার নিরাপদ মাধ্যম

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে আমাদের ছবি, ভিডিও কিংবা ডকুমেন্ট মোবাইল ফোনের স্টোরেজ কিংবা কম্পিউটারে জমা রাখতে হয়। কিন্তু একসময় এসব ডিভাইসের স্টোরেজ পূর্ণ হয়ে যায়। তাই আমাদের বিকল্প পদ্ধতি খুঁজতে হয়। সবার পক্ষে কম্পিউটারে আলাদা স্টোরেজ যুক্ত করা সম্ভব হয় না। তাই স্মার্টফোন কিংবা কম্পিউটারের জন্য বিকল্প স্টোরেজ হয়ে ওঠে ক্লাউড স্টোরেজ বা ভার্চুয়াল স্টোরেজ। বর্তমানে অনেক রকম ক্লাউড স্টোরেজ আছে। সেগুলোর প্রায় সবটাতেই আছে নিরাপত্তা নিয়ে সংশয়। তাই বিশেষজ্ঞ স্বীকৃত ও ক্লাউড পরিষেবার নিরাপত্তা বিষয়ে সনদপ্রাপ্ত ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে হবে।

ব্যবহারের আগে

নিরাপদ ক্লাউড স্টোরেজ চেনার বেশ কিছু উপায় আছে। ডেটা সুরক্ষিত রাখার জন্য ক্লাউড সেবাদাতা জিরো-নলেজ এনক্রিপশন দেয় কি না, তা নিশ্চিত হতে হবে। জিরো-নলেজ এনক্রিপশন হলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ডেটা অ্যাকসেস কিংবা ডিক্রিপ্ট করতে পারবে না। এমনকি ক্লাউড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানও এটি এনক্রিপ্ট না করা ডেটা অ্যাকসেস করতে পারে না। এই নিরাপত্তা মডেলে মাত্র ব্যবহারকারীর কাছে ডিক্রিপশন কি থাকে। ক্লাউড স্টোরেজে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।

এ ছাড়া অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে হবে। সম্ভব হলে প্রতিটি ডেটার একাধিক ব্যাকআপ রাখা জরুরি। অন্তত প্রতি তিন মাস পর ক্লাউড স্টোরেজ ব্যাকআপ পরীক্ষা করতে হবে। নিয়মিত ক্লাউড স্টোরেজের লিংক বা শেয়ার করার অ্যাকসেস যাচাই করতে হবে। তা ছাড়া নিয়মিত ক্লাউড পরিষেবার সফটওয়্যার আপডেট রাখতে হবে।

নিরাপদ ক্লাউড স্টোরেজ

আই ড্রাইভ: ক্লাউড পরিষেবা আই ড্রাইভে বিনা মূল্যে পাওয়া যাবে ১০ জিবি স্টোরেজ। আই ড্রাইভে আছে এইএস এনক্রিপশন। এখানে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেলসহ দাপ্তরিক কাজের গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ রাখা যাবে। তা ছাড়া আইফোন এবং অ্যান্ড্রয়েডের ডেটাও সংরক্ষণ করা যাবে। বিনা মূল্যে ১০ জিবি ছাড়াও আই ড্রাইভের বিভিন্ন প্রিমিয়াম ভার্সনে ১০০ টিবি পর্যন্ত স্টোরেজ নেওয়া যাবে। একাধিক কম্পিউটার, ডিভাইস ব্যাকআপ রাখা যাবে আই ড্রাইভে। নিরাপদ ক্লাউড স্টোরেজের জন্য আই ড্রাইভের আছে হিপা সনদ।

প্রোটন ড্রাইভ: নিরাপদ মেইলের জন্য পরিচিত প্রোটন মেইল। তাদেরও আছে ক্লাউড স্টোরেজ পরিষেবা। প্রোটন ড্রাইভ নামে এই ক্লাউড স্টোরেজও নিরাপদ মাধ্যম হতে পারে ডেটা সংরক্ষণ করার। এখানে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে স্টোরেজ পাওয়া যায়। প্রোটন ড্রাইভে পাওয়া যাবে জিরো-নলেজ এনক্রিপশন। ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ডেটা এনক্রিপ্ট করতে পারবে না। ফাইল শেয়ার করার ক্ষেত্রেও এন্ড টু এন্ড এনক্রিপশন পাওয়া যাবে। নিরাপদ ক্লাউড স্টোরেজ হিসেবে প্রোটন ড্রাইভের আছে আইএসও ২৭০০১, জিডিপিআর সনদ। জিডিপিআর হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ডেটা সুরক্ষা এবং গোপনীয়তার অধিকারের নিশ্চয়তা দেওয়ার সনদ।

পিক্লাউড: জিরো নলেজ প্রাইভেসি সুবিধা পাওয়া যাবে পিক্লাউডেও। এই ক্লাউড পরিষেবায় ক্লায়েন্ট সাইড এনক্রিপশন পাওয়া যাবে। বিনা মূল্যে ১০ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া গেলেও ৫০০ জিবি থেকে ১০ টিবি পর্যন্ত স্টোরেজ নেওয়া যাবে বিভিন্ন মূল্যে।

তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও ২৭০০১ সনদ আছে পিক্লাউডেরও। ফেসবুক, ড্রপবক্স, গুগল ফটোস, ওয়ানড্রাইভসহ বিভিন্ন অ্যাপের ডেটা সংরক্ষণের সুবিধা আছে এতে।

সূত্র: পিসি লাউড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত