Ajker Patrika

নেপাল ম্যাচে কি পাওয়া যাবে হামজাকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালের বিপক্ষে হামজার খেলা নিয়ে সংশয়। ছবি: বাফুফে
নেপালের বিপক্ষে হামজার খেলা নিয়ে সংশয়। ছবি: বাফুফে

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা চৌধুরী কি খেলবেন? ফুটবল অঙ্গনে এই প্রশ্নটিই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। হামজাকে অবশ্য ২৪ সদস্যের দল সাজান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু প্রস্তুতি নিতে হচ্ছে হামজাকে ছাড়াই।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ছাড়পত্রের জন্য হামজার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। হামজাও খেলার জন্য মুখিয়ে আছেন। বাকিটা নির্ভর করছে লেস্টারের ওপর। আজ সাংবাদিকদের আমের খান বলেন, ‘লুকোচুরির কিছু নেই। গতকাল রাতেও তাঁর সঙ্গে কথা হয়েছে। সে বলছে চেষ্টা করছে। আমরা তার ক্লাবকে বলেছি।’

হামজা যোগ দিতে না পারলে কোনো সমস্যা দেখছেন না কাবরেরা। তাঁর ভাষ্য, ‘আমরা হামজাকে ছাড়াই প্রস্তুতি নেব। যদি সে যোগ দিতে না পারে, কোনো সমস্যা নেই। এই দল নিয়েই নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলব আমরা।’

গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে হামজাকে ঘিরেই বাংলাদেশের পরিকল্পনা শুরু হয় ম্যাচের জন্য। তাঁকে ছাড়া মানিয়ে নেওয়াটা সহজ হবে না বলে মনে করছেন তপু বর্মণ, ‘সে যদি নেপাল ম্যাচের আগে যোগ দিতে পারে। তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। কারণ সবসময় তো হামজাকে দিয়েই সবকিছু শুরু করি এবং তাকে অনুসরণ করি। সে আমাদের সঙ্গে থাকলে অবশ্যই পজিটিভ হতো। তাঁর এখন ব্যস্ত সূচি চলছে। হামজাকে ছাড়া আমাদের জন্য একটু কষ্ট হবে। তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার। স্কোয়াডে পরিবর্তন এসেছে একটি। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন আবাহনী লিমিটেডের হোসেন। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ফর্টিসের ডিফেন্ডার ওমর সজীবকে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। পরশু নেপাল যাবে কাবরেরার দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত